১০ ফুটবলারের দামি গাড়ি

তারকা ফুটবলারদের জীবনে অর্থ খুবই সামান্য বিষয়। কেবল ক্লাব থেকেই তাঁরা যে পরিমাণে পারিশ্রমিক পান, তার ডিজিট গুনতে গেলেই আমাদের নাভিশ্বাস উঠে যাওয়ার অবস্থা হতে পারে। এ ছাড়া তো কত ব্র্যান্ড এনডোর্সমেন্ট, ইভেন্ট কিংবা আরো কত কী, অর্থবিত্তের ছড়াছড়ি। কেবল ব্যাংক-ব্যালান্স নয়, বাড়ি-গাড়ির জেল্লাতেও তো নিজেদের তারকাখ্যাতিটা বুঝিয়ে দেওয়া চাই তাঁদের। তবে গাড়ির ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। এখানে কেবল কোন ফুটবলার কত দামি গাড়ি কিনতে পারেন, সেটাই মুখ্য নয়; কার কোন গাড়িটা পছন্দ, সেটাই বরং গুরুত্বপূর্ণ। ডিয়ারপিআইজি ওয়েবসাইটে পাওয়া গেছে ১০ তারকা ফুটবলারের সংগ্রহের বিলাসবহুল গাড়ির হদিস।
১০. গ্যারেথ বেল
রিয়াল মাদ্রিদের এই তারকা ফুটবলার চালান একটি অডি আর৮ জিটি। মূল্য আড়াই লাখ মার্কিন ডলার মাত্র!
৯. লিওনেল মেসি
আর্জেন্টাইন এই জাদুকরি ফুটবলারের রয়েছে একটি অডি আর৮ স্পাইডার। মূল্য এক লাখ পাউন্ড।
৮. ওয়েইন রুনি
ব্রিটিশ এই ফুটবল তারকার পছন্দের গাড়ি অ্যাস্টন মার্টিন ভ্যাংকুইশ এস। এটি তিনি কিনেছেন দেড় লাখ পাউন্ড খরচায়।
৭. ফ্র্যাংক ল্যাম্পার্ড
ব্রিটিশ এই ফুটবল তারকার রয়েছে একটি ফেরারি স্কাগলিয়েত্তি ৬১২ স্পোর্টস কার। দুই লাখ পাউন্ড খরচায় কিনেছেন তিনি গাড়িটি।
৬. মেসুত ওজিল
দুই লাখ ১০ হাজার পাউন্ড খরচায় একটি লালরঙা ফেরারি ৪৫৮ গাড়ির মালিক হয়েছেন জার্মানির তারকা মিডফিল্ডার ওজিল।
৫. নেইমার
ব্রাজিলিয়ান তারকা নেইমারের গ্যারেজে আছে ম্যাকলারেন ৫৭০এস স্পাইডার। গাড়িটির মূল্য দুই লাখ ২০ হাজার পাউন্ড।
৪. জ্লাতান ইব্রাহিমোভিচ
সাড়ে ছয় লাখ পাউন্ড খরচায় রুপালি রঙের পোরশে স্পাইডার স্পোর্টস কারটি কিনেছেন ‘ইব্রা’।
৩. স্যামুয়েল ইতো
ইতোর বুগাত্তি ভেরনটির মূল্য মাত্র ১৭ লাখ পাউন্ড!
২. রোনালদিনহো
ইতোর মতোই রোনালদিনহোও বুগাত্তি ভেরনের মালিক। দাম সেই ১৭ লাখ পাউন্ড।
১. ক্রিস্টিয়ানো রোনালদো
এ সময়ের অন্যতম সেরা ফুটবলার রোনালদোরও পছন্দ বুগাত্তি ভেরন। মূল্য ১৭ লাখ পাউন্ড।