ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সিরিজ জয়

লেগস্পিনার ইয়াসির শাহকে দিয়ে ইংল্যান্ড বধের পরিকল্পনা করেছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্ন। পাকিস্তানের সঙ্গে অনুশীলনে যোগ দিয়ে কিছু কৌশলও শিখিয়েছিলেন ইয়াসিরকে। শেষপর্যন্ত ওয়ার্নের সেই পরিকল্পনা বৃথা যায়নি। শারজায় তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে চারটি উইকেট নিয়ে ইংল্যান্ডকে ধ্বসিয়ে দিয়েছেন ইয়াসির। ২৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের ইনিংস গুটিয়ে গেছে ১৫৬ রানে। ১২৭ রানের দারুণ জয় দিয়ে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজও জিতে নিয়েছে পাকিস্তান।
ইংল্যান্ডের পক্ষে প্রায় একাই লড়াই করেছেন অধিনায়ক অ্যালিস্টার কুক। ১৬৪ বলে ৬৩ রানের ইনিংস খেলে সর্বোচ্চ চেষ্টা করেছিলেন হার এড়ানোর। কিন্তু অধিনায়ককে দীর্ঘ সময় সঙ্গ দিতে পারেননি অন্য কোনো ইংলিশ ব্যাটসম্যানই। ইয়ান বেল (০), জো রুট (৬), জেমস টেলর (২), জনি বেয়ারস্ট্রো (০) ও সামিত প্যাটেল (০) পেরোতে পারেননি দুই অঙ্কের কোটা।
মাত্র ৫৯ রানেই ছয় উইকেট হারিয়ে ভয়াবহ চাপের মুখে পড়ার পর আদিল রশিদকে সঙ্গে নিয়ে সপ্তম উইকেটে ৪৯ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন কুক। তাঁরা উইকেট কামড়ে পড়ে ছিলেন ২১.২ ওভার। কিন্তু ২২ রান করা রশিদকে বোল্ড করে পাকিস্তানকে জয়ের পথে অনেকটা এগিয়ে দেন রাহাত আলী। কয়েক ওভার পরে ২০ রান করা স্টুয়ার্ট ব্রডও ধরেন সাজঘরের পথ। ৬৩ রান করে শেষপর্যন্ত শোয়েব মালিকের শিকার হয়েছেন কুক। আর ইংল্যান্ডের শেষ ব্যাটসম্যান বেন স্টোকসকে আউট করেছেন ইয়াসির শাহ।
শারজাহ টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১৭৮ রান করায় ম্যাচ সেরার পুরস্কার উঠেছে পাকিস্তানের ওপেনার মোহাম্মদ হাফিজের হাতে। আর মাত্র দুই টেস্ট খেলে ১৫ উইকেট নেওয়ায় সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লেগস্পিনার ইয়াসির শাহ।