টি-টোয়েন্টিতে আদর্শ দলের খোঁজে মাশরাফি

আগামী বছরের মার্চ-এপ্রিলে ভারতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার ঠিক আগে হতে যাওয়া এশিয়া কাপ টি-টোয়েন্টির আয়োজক বাংলাদেশ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএলের লড়াই ২২ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ১৫ ডিসেম্বর। অর্থাৎ সামনের দিনগুলোতে ২০ ওভারের ক্রিকেটই বেশি খেলতে হবে বাংলাদেশের ক্রিকেটারদের। ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার পর এবার সামনে টি-টোয়েন্টির চ্যালেঞ্জ। শুক্রবার ও রোববারের দুটো টি-টোয়েন্টিতে বাংলাদেশই ‘ফেভারিট’। মাশরাফি বিন মুর্তজার মনে অবশ্য জয়ের চেয়ে অন্য চিন্তাই বেশি ‘খেলা’ করছে। বাংলাদেশ অধিনায়কের আপাতত লক্ষ্য টি-টোয়েন্টিতে দলের জন্য একটা নিখুঁত সমন্বয় খুঁজে বের করা।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে টি-টোয়েন্টি সিরিজ উপলক্ষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘টি-টোয়েন্টিতে আমাদের খুব বেশি সাফল্য নেই। তাই আমাদের দলটাও সেভাবে গড়ে ওঠেনি। সামনে বিশ্বকাপ। তাই এখন থেকেই দলের জন্য সেরা কম্বিনেশন খোঁজার কাজ শুরু করতে হবে আমাদের। জিম্বাবুয়ের বিপক্ষে সাফল্যের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ একটা ভালো কম্বিনেশন খুঁজে বের করা। শুধু সেরা একাদশ নয়, সেরা ১৫ জনও ঠিক করতে হবে।’
টি-টোয়েন্টির জন্য একটা আদর্শ দল গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন মাশরাফি, ‘দলে এখন সাকিব আল হাসান নেই। চোটের কারণে সৌম্য সরকার, রুবেল হোসেন আর তাসকিন আহমেদও দলের বাইরে। তাই সেরা কম্বিনেশন ঠিক করা আমাদের জন্য বেশ চ্যালেঞ্জিং। আপাতত যারা আছে তাদের মধ্য থেকেই সেরা দল বাছাই করতে হবে।’
ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও সাফল্যের ব্যাপারে আশাবাদী দেশের অন্যতম সেরা পেসার, ‘জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজে হারিয়ে আমরা এখন অনেক আত্মবিশ্বাসী। আশা করি টি-টোয়েন্টি সিরিজেও সাফল্য পাব।’