আর্জেন্টিনা-ব্রাজিল খেলা হচ্ছে না আজ

চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যকার বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বের খেলাটি বৃষ্টির কারণে অনুষ্ঠিত হতে পারেনি। ছবি : রয়টার্স
লাতিন আমেরিকার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যকার বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বের খেলাটি বৃষ্টির কারণে অনুষ্ঠিত হতে পারেনি।
আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৬টায় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভারি বর্ষণের কারণে ম্যাচ শুরুর প্রায় ৪০ মিনিট আগেই খেলাটি নির্ধারিত সময়ে হচ্ছে না বলে জানিয়ে দেওয়া হয়।
বার্তা সংস্থা এএফপি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের বরাত দিয়ে জানিয়েছে, সময় পরিবর্তন করে খেলাটি একই সময় আগামীকাল (বাংলাদেশ সময় শনিবার ভোর ৬টায়) অনুষ্ঠিত হবে।
আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচের স্বাভাবিক রোমাঞ্চ ছাড়াও এই ম্যাচে ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমারের কোপা আমেরিকার ব্যানের পর ফিরে আসা নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে আছে বাড়তি উত্তেজনা।