বিপিএল পারফরম্যান্সের পুরস্কার পেলেন আবু হায়দার

বিপিএলে ছিল তাঁর নজরকাড়া পারফরম্যান্স। চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে ২১ উইকেট নিয়ে ছিলেন আসরের দ্বিতীয় সেরা উইকেট-শিকারি। বিপিএলে অসাধারণ পারফরম্যান্সের পুরস্কারটা পেয়েছেন তরুণ পেসার আবু হায়দার রনি। আসন্ন এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ সামনে রেখে জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি। এই দলে আরো জায়গা পেয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন ও অলরাউন্ডার নুরুল হাসান।
বুধবার রাতে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২৭ সদস্যের দলটি ঘোষণা করে।
বিপিএলের দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন উইকেটকিপার ও ব্যাটসম্যান জহুরুল ইসলাম। রংপুর রাইডার্সের এই ব্যাটসম্যান নয় ম্যাচ খেলে ২০৫ রান করে দুই বছর পর আবার জাতীয় দলে ফিরেছেন। ২০১৩ সালের এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে সর্বশেষ খেলেছিলেন তিনি।
বিপিএল শেষে বেশ কয়েক দিনের বিশ্রামের পর রোববার থেকে জাতীয় দলের প্রস্তুতি শুরু হবে। ডাক পাওয়াদের সেদিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামসংলংগ্ন একাডেমি মাঠে ট্রেনার মারিও ভিল্লাভারায়নের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।
বাংলাদেশের প্রাথমিক দল : সৌম্য সরকার, ইমরুল কায়েস, তামিম ইকবাল, লিটন দাস, মাশরাফি বিন মুর্তজা, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, জহুরুল ইসলাম, আবু হায়দার রনি, আল আমিন হোসেন, এনামুল হক, শফিউল ইসলাম, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ শহীদ, মোহাম্মদ মিঠুন, আবুল হাসান, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, কামরুল ইসলাম রাব্বি, মাহমুদউল্লাহ, আরাফাত সানি, নাসির হোসেন, সাকলাইন সজীব, নুরুল হাসান, সোহাগ গাজী ও শুভাগত হোম চৌধুরী।