রোনালদোর মূর্তিতে মেসির নাম!
পর্তুগালের দক্ষিণ-পশ্চিমে আটলান্টিক মহাসাগরে মাদাইরা দ্বীপপুঞ্জের অবস্থান। মাদাইরার সবচেয়ে বড় শহর ফুনশালে ক্রিস্টিয়ানো রোনালদোর জন্ম আর বেড়ে ওঠা। ফুনশালে তাই রিয়াল মাদ্রিদ তারকার বিপুল জনপ্রিয়তা। অথচ নিজের শহরেই কি না তাঁর মূর্তির গায়ে লিওনেল মেসির নাম! একেই বোধহয় বলে ঘরের শত্রু বিভীষণ।
ঘটনাটা বেশ গুরুতর। গত সোমবার রাতে পঞ্চমবারের রাতে ফিফা ব্যালন ডি’অর জিতে নিয়েছেন মেসি। পর্তুগিজ ও স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, পরের দিন সকালে একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি ফুনশালের সমুদ্র সৈকতের কাছে রোনালদোর ব্রোঞ্জের মূর্তির পিঠে লিখে দিয়েছে ‘মেসি’। মেসির নামের নিচে ১০ নম্বর লিখে রোনালদোকে আরেকটা খোঁচা দিয়েছে তারা। ১০ যে মেসির জার্সি নম্বর, তা তো সবারই জানা। রোনালদো পরেন ৭ নম্বর জার্সি।
রোনালদো এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি। তবে তাঁর বোন কাতিয়া আভেইরা ভীষণ ক্ষুব্ধ। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘লাঞ্ছিত’ মূর্তিটার ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘ওকে (রোনালদো) হিংসা করেই এমন লজ্জাজনক ঘটনা ঘটিয়েছে তারা।’ উচ্ছৃঙ্খল ব্যক্তিদের ‘অসভ্য’ আখ্যা দিয়ে তাদের সিরিয়ায় থাকার পরামর্শও দিয়েছেন কাতিয়া।
প্রায় সাড়ে তিন মিটার দীর্ঘ মূর্তিটার গা থেকে কিছুক্ষণ পরই মেসির নাম আর ১০ নম্বর লেখা মুছে ফেলা হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের হন্যে হয়ে খুঁজছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
২০১৪ সালের ডিসেম্বরে মূর্তিটা উন্মোচন করেছিলেন রোনালদো নিজেই। মূর্তিটা থেকে কয়েকশ মিটার দূরে রোনালদোর নিজস্ব অর্থায়নে গড়া একটা জাদুঘরও আছে।