ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করল তরুণ ক্রিকেটাররা
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতিটা দারুণভাবেই সারলেন বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা। ওপেনার সাইফ হাসানের দুর্দান্ত শতক ও সঞ্জিত সাহার দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশ। ৩-০ ব্যবধানে সিরিজ জিতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ডুবিয়েছে হোয়াইটওয়াশের লজ্জায়। প্রথম দুই ম্যাচে আট উইকেট ও ১৭১ রানের বড় ব্যবধানে জয়ের পর তৃতীয় ম্যাচে বাংলাদেশ জিতেছে ১৬ রানে।
সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল করেছিল ২৯৯ রান। তৃতীয় ম্যাচে অবশ্য ব্যাট হাতে এত ভালো নৈপুণ্য দেখাতে পারেননি বাংলাদেশের তরুণরা। ওপেনার সাইফ হাসানের অপরাজিত ১০৭ রানের সুবাদে স্কোরবোর্ডে জমা হয়েছিল ২৩৫ রান। শফিউল হায়াত শেষপর্যায়ে খেলেছেন ৬১ রানের ইনিংস।
জয়ের জন্য ২৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবেই করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ঝড়ো ব্যাটিং করে উদ্বোধনী জুটিতে ৮২ রান জমা করেছিলেন দুই ওপেনার টেভিন ইমলাচ ও গিড্রন পোপ। তবে এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ডানহাতি অফস্পিনার সঞ্জিত সাহার দারুণ বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস থেমে যায় ২১৯ রানে। ১০ ওভার বল করে মাত্র ২১ রানের বিনিময়ে পাঁচটি উইকেট নিয়েছেন সঞ্জিত। কেসি কার্টির ৪২, রায়ান জনের ২৬ ও জেড গোলির ২৩ রানের ইনিংসগুলো ওয়েস্ট ইন্ডিজের হারের ব্যবধানই শুধু কমাতে পেরেছে। ১৬ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।

স্পোর্টস ডেস্ক