ফিফার বর্ষসেরা হওয়ার লড়াইয়ে মনোনীত যারা
ফুটবলে ব্যাক্তিগত পুরস্কারের দিক থেকে অন্যতম মর্যদাপূর্ণ ‘ফিফা দ্য বেস্ট’। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ‘ফিফা’ প্রতিবছর তাদের বর্ষসেরা পুরস্কার দেয় কয়েকটি ক্যাটাগরিতে। এবারও সেই তালিকা প্রকাশ করেছে। পুরুষদের লড়াইয়ে মনোনীত হয়েছেন ১১ জন। যেখানে আলোচনার কেন্দ্রে আবারও উসমান দেম্বেলে ও লামিনে ইয়ামাল। সম্প্রতি ব্যালন ডি’অর পুরস্কারে এই দুই খেলোয়াড় প্রথম ও দ্বিতীয় হয়েছিলেন।
বর্ষসেরা পুরুষ খেলোয়ারের মনোনয়নের তালিকায় দেম্বেলের ক্লাব পিএসজি থেকে আরও তিনজন খেলোয়াড় জায়গা পেয়েছেন—আশরাফ হাকিমি, নুনো মেন্দেস ও ভিতিনহা। ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে মনোনয়ন পেয়েছেন লিভারপুলের মোহাম্মদ সালাহ ও চেলসির কোল পালমার। ইয়ামালের সঙ্গে বার্সেলোনা থেকে আছেন রাফিনহা ও পেদ্রি। রিয়াল মাদ্রিদ থেকে কিলিয়ান এমবাপ্পে এবং বায়ার্ন মিউনিখ থেকে হ্যারি কেইন।
পুরুষ দলের সেরা কোচের তালিকায় আছেন চ্যাম্পিয়নস লিগজয়ী লুইস এনরিকে, আর্সেনালের মিকেল আর্তেতা, লিভারপুলের আর্নে স্লট, বার্সেলোনার হান্সি ফ্লিক।
অন্যদিকে বর্ষসেরা নারী খেলোয়াড়ের লড়াইয়ে আছেন ব্যালন ডি’অর জয়ী আইতানা বনমাতি, সঙ্গে ইংল্যান্ডের ইউরোজয়ী তারকারা লুসি ব্রোঞ্জ, লিয়া উইলিয়ামসন, আলেসিয়া রুসো, ক্লোয়ি কেলি, লরেন জেমস।
নারী দলের সেরা কোচ হিসেবে মনোনীত হয়েছেন ইংল্যান্ডের হয়ে ইউরোজয়ী সারিনা উইগম্যান, সঙ্গে চেলসির সোনিয়া বোমপাস্তোর, আর্সেনালের রেনে স্লেগারস।
ফুটবল বিশ্বের জনপ্রিয় দুই তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি নেই সেরা হওয়ার লড়াইয়ের তালিকায়। তবে সেরা একাদশে এজায়গা পাওয়ার লড়াইয়ে আছেন দুজনই।
ফিফার ওয়েবসাইট থেকে জানানো হয়েছে ‘ফিফা দ্য বেস্ট আওয়ার্ড ২০২৫’ এর ভোট দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ২১১ দেশের নারী ও পুরুষ জাতীয় দলের কোচ ও অধিনায়কদের পাশাপাশি ভক্ত ও সাংবাদিকরাও তাদের পছন্দের খেলোয়াড় ও কোচকে ভোট দিতে পারবেন।
ভোটের চারটি গ্রুপ—কোচ, অধিনায়ক, সাংবাদিক, ভক্ত—প্রতিটির ২৫ শতাংশ, অর্থাৎ প্রতিটি গ্রুপ থেকে সমানভাবে ফলাফলের এক চতুর্থাংশ হিসেবে গণনা হবে। ভোট চলবে ৬ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত। এই ভোটের মাধ্যমে নির্ধারিত হবে ২০২৫ সালের সেরা হবেন কারা।
সেরা পুরুষ খেলোয়াড়ের মনোনয়ন:
উসমান দেম্বেলে, আশরাফ হাকিমি, হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে, নুনো মেন্দেস, কোল পালমার, পেদ্রি, রাফিনহা, মোহাম্মদ সালাহ, ভিতিনহা, লামিনে ইয়ামাল
সেরা নারী খেলোয়াড়ের মনোনয়ন:
স্যান্ডি বাল্টিমোর, নাথালি বিয়র্ন, আইতানা বনমাতি, লুসি ব্রোঞ্জ, মারিওনা কালদেন্তে, তেমওয়া চাওইঙ্গা, কাদিদিয়াতু দিয়ানি, মেলচি দুমোরনে, পাত্রি গুইজারো, লিন্ডসে হিপস, লরেন জেমস, ক্লোয়ি কেলি, ইভা পাজোর, ক্লাউদিয়া পিনা, আলেক্সিয়া পুতেলাস, আলেসিয়া রুসো, লিয়া উইলিয়ামসন
সেরা পুরুষ কোচের মনোনয়ন:
হাভিয়ের আগুইরে, মিকেল আর্তেতা, লুইস এনরিক, হান্সি ফ্লিক, এনজো মারেস্কা, রবার্তো মার্টিনেজ, আর্নে স্লট
সেরা নারী কোচের মনোনয়ন:
সোনিয়া বোমপাস্তোর, জনাথন গিরালদেজ, সেব হাইনস, রেনে স্লেগারস, সারিনা উইগম্যান

স্পোর্টস ডেস্ক