চেলসি-ম্যানইউর পয়েন্ট ভাগাভাগি
নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ। চলছিল যোগ করা সময়ের খেলা। চেলসির বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ার আনন্দে মেতে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়-সমর্থকরা। কিন্তু হঠাৎই সব হিসাব-নিকাশ এলোমেলো করে দিলেন চেলসির তারকা ফরোয়ার্ড ডিয়েগো কস্তা। বাঁ পায়ের জোরালো শটে বল জড়িয়ে দিলেন ম্যানইউর জালে। শেষ মুহূর্তে কস্তার এই গোলের ফলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে ম্যানইউকে। প্রিমিয়ার লিগের অপর ম্যাচে বোর্নমাউথের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে আর্সেনাল।
চেলসির বিপক্ষে এই ড্রয়ের পর ২৫ ম্যাচ শেষে ৪১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৪৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। ৪৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে টটেনহাম ও আর্সেনাল। ৫৩ পয়েন্ট নিয়ে সবাইকেই বেশ খানিকটা পেছনে ফেলে দিয়েছে শীর্ষে থাকা লিস্টার সিটি। গতবারের শিরোপাজয়ী চেলসি ৩০ পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট তালিকার ১৩তম স্থানে।
এ বছরের শুরুতে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল আর্সেনাল। নতুন বছরের শুরুটাও জয় দিয়েই করেছিল গানাররা। তবে এর পর টানা চারটি ম্যাচে জয়ের দেখা পায়নি আর্সেনাল। তিনটি ড্র ও একটি হারের পর বোর্নমাউথের বিপক্ষে আবার জয় পেয়েছে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। ১৪ ফেব্রুয়ারি এবারের মৌসুমের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে লিস্টার সিটির মুখোমুখি হবে আর্সেনাল।
প্রিমিয়ার লিগে নিজেদের সর্বশেষ দুটি ম্যাচে লিভারপুল ও ম্যানচেস্টার সিটিকে হারিয়ে দারুণ চমক দেখিয়েছে লিস্টার সিটি। আগামী সপ্তাহে আর্সেনালকেও হারাতে পারলে শিরোপা জয়ের পথে অনেকখানি এগিয়ে যাবে তারা।

স্পোর্টস ডেস্ক