রোমাঞ্চ-চাপ-আনন্দ কোনোটিই নেই মিরাজদের!
আইসিসি আয়োজিত কোনো বৈশ্বিক প্রতিযোগিতায় এবারই প্রথম সেমিফাইনালে ওঠার অনন্য কৃতিত্ব অর্জন করেছে বাংলাদেশ। মিরাজ-শান্তদের কল্যাণেই এই সাফল্য এসেছে। গত একটি বছরে দারুণ সাফল্য পাওয়া মাশরাফিদেরও এমন অর্জন নেই। এবারের যুব বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা বাংলাদেশের জন্য বড় অর্জন হলেও, তাতে তৃপ্তির ঢেঁকুর তুলতে চান না অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। সেমিফাইনালে সাফল্য পেতে হলে রোমাঞ্চ-চাপ-আনন্দ নিয়ন্ত্রণ করা জরুরি বলেও মনে করেন তিনি।
বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। বুধবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মেহেদি হাসান বলেন, ‘সেমির আগে রোমাঞ্চ-চাপ-আনন্দ এগুলোর বিন্দুমাত্রও যদি আমাদের কারোর মধ্যে থাকে, তাহলে সাফল্য পাওয়া কঠিন হয়ে যাবে। আমার বিশ্বাস, এগুলোর কোনোটাই আমাদের কোনো ক্রিকেটারের মধ্যে নেই। তা ছাড়া সেমিফাইনালে উঠেই যদি আমরা তৃপ্ত হয়ে যাই, তাহলে এখানেই থেমে যেতে হবে আমাদের।’
তবে সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে দৃঢ় প্রত্যয়ী বাংলাদেশ অধিনায়ক, ‘শেষ চারে উঠে এখান থেকে খালি হাতে ফিরতে চাই না আমরা। আমাদের এখন একটি মাত্র লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ফাইনালে ওঠা। এই সাফল্য পেতে দৃঢ় আত্মবিশ্বাস আমাদের রয়েছে। অবশ্য এর জন্য আমাদের সামর্থ্যের সেরাই খেলতে হবে।’
আরো বড় সাফল্য পেতে পরিবার বা দর্শকদের কোনো চাপ আছে কি না এমন প্রশ্নের জবাবে মেহেদি হাসান বলেন, ‘এটা ঠিক আমাদের সব ক্রিকেটারের পরিবার বা দর্শকরাও চান সফল্য আমাদের পক্ষেই আসুক। তবে এটিকে আমরা কোনোভাবেই চাপ হিসেবে নিচ্ছি না। নিজেদের খেলায় আমরা বেশি মনোযোগী হচ্ছি।’