জন্মদিনে হীরার ‘কিপিং গ্লাভস’
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ম্যানেজার শফিকুল হক হীরা প্রকাশ করলেন তাঁর আত্মজীবনীমূলক বই ‘কিপিং গ্লাভস’। আজ সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হয়ে গেল এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব।
হীরার শৈশব থেকে শুরু করে ক্রিকেটার হিসেবে বেড়ে ওঠা, তদানীন্তন পূর্ব পাকিস্তানের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ার, পরবর্তী সময়ে স্বাধীন বাংলাদেশের জাতীয় দলে খেলা, আইসিসি ট্রফির অভিষেক আসরে বাংলাদেশ জাতীয় দলের নেতৃত্ব দেওয়াসহ বহু ঘটনা উঠে এসেছে তাঁর এই বইতে। তিন দশকের ক্রিকেট ক্যারিয়ারে অপ্রকাশিত অনেক ঘটনাও ঠাঁই পেয়েছে এতে। যা বাংলাদেশের ক্রিকেটের বিবর্তনের সাক্ষী।
বইটি গ্রন্থনা ও সম্পাদনা করেছেন ক্রীড়া সাংবাদিক শামীম চৌধুরী। বইটি প্রকাশে আর্থিক সহযোগিতা করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড। আর প্রকাশ করেছে বিশ্ব সাহিত্য ভবন। বইটির মূল্য ৬০০ টাকা। অমর একুশে গ্রন্থমেলায় বইটি পাওয়া যাচ্ছে।
শফিকুল হক হীরার ৭০তম জন্মদিনও ছিল আজ। এদিনই কিপিং গ্লাভসের মোড়ক উন্মোচন করেন বিসিবির সাবেক সাধারণ সম্পাদক ও সহসভাপতি রাইসউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান রাশেদ চৌধুরী, বিসিবির কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য শাকিল কাশেম, বিসিবির সাবেক সহসভাপতি ও বর্তমানের পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু এবং প্রবীণ ক্রীড়া সাংবাদিক মুহাম্মদ কামরুজ্জামান।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হীরার সহধর্মিণী লতিফা হক, ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী, জাতীয় দলের সাবেক ক্রিকেটার তানজীব আহসান সাদ ও নিয়ামুর রশিদ রাহুল।
হীরার কর্মময় জীবন এবং কিপিং গ্লাভস বইয়ের ওপর আলোচনা করেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং নির্বাচক ওমর খালেদ রুমি, জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু ও সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কেক কেটে হীরার ৭০তম জন্মবার্ষিকী পালিত হয়।