আমিরাতকে সহজ লক্ষ্যই দিল বাংলাদেশ

ভারতের বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচে ভালো নৈপুণ্য দেখাতে পারেননি মোহাম্মদ মিথুন। আউট হয়ে গিয়েছিলেন মাত্র ১ রান করে। তবে আজ আরব আমিরাতের বিপক্ষে দারুণ ব্যাটিং করেছেন এই ডানহাতি ওপেনার। আর মাত্র তিনটি রান করতে পারলেই টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম অর্ধশতক পূর্ন করতে পারতেন। কিন্তু শেষপর্যন্ত এই তিন রানের আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরতে হয়েছে তাঁকে। অবশ্য স্কোরবোর্ডে ১৩৩ রান জমা হওয়ার পেছনে বড় অবদান মিথুনের এই ৪৭ রানের ইনিংসের।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোভাবেই করেছিল বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৪৫ রান যোগ করেছেন দুই ওপেনার সৌম্য সরকার ও মোহাম্মদ মিথুন। তবে পঞ্চম ওভারের দ্বিতীয় বলে সাজঘরে ফিরেছেন সৌম্য। তার আগে খেলেছেন ১৪ বলে ২১ রানের ইনিংস। খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি দারুণ ফর্মে থাকা সাব্বির রহমান। দশম ওভারে আউট হয়েছেন মাত্র ছয় রান করে। ১২তম ওভারে মিথুন সাজঘরে ফেরার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ৮১ রান।
মিথুন সাজঘরে ফেরার পর বাংলাদেশের রান সংগ্রহের গতিও অনেক কমে গেছে। শেষ আট ওভারে বাংলাদেশ হারিয়েছে চারটি উইকেট। স্কোরবোর্ডে জমা করতে পেরেছে ৫০ রান। শেষমুহূর্তে বাংলাদেশের রানের চাকা প্রায় একাই ঘুরিয়েছেন মাহমুদউল্লাহ। ২৭ বলে ৩৬ রান করে অপরাজিত ছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান।
বাংলাদেশের প্রধান দুই ব্যাটিং ভরসা মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান খেলতে পারেননি বড় ইনিংস। মুশফিক আউট হয়েছেন ৪ রান করে। সাকিবের ব্যাট থেকে এসেছে ১৩ রান। ইমরুলের পরিবর্তে দলে সুযোগ পাওয়া নুরুল হাসান খুলতে পারেননি রানের খাতা।
ভারতের বিপক্ষে ম্যাচের মতো আজও বাংলাদেশ মাঠে নেমেছে চার পেসার নিয়ে। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে বাংলাদেশের পেস আক্রমণে আছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন।
টি-টোয়েন্টি ক্রিকেটে এবারই প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও আমিরাত। এর আগে ওয়ানডে ক্রিকেটে একবার মুখোমুখি হয়ে বাংলাদেশ পেয়েছিল ৯৬ রানের সহজ জয়।
বাংলাদেশ দল : সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, নুরুল হাসান সোহান, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন।