স্বীকার করছি ভালো ব্যাটিং হচ্ছে না আমাদের : মাশরাফি

প্রথম ম্যাচে ভারতের করা ১৬৬ রানের জবাবে বাংলাদেশের ইনিংস থেমে গেছে ১২১ রানে। দ্বিতীয় ম্যাচেও স্বাগতিকদের ব্যাটিংয়ে খুব একটা উন্নতি হয়নি। আইসিসির সহযোগী সদস্য দেশ আরব আমিরাতের বোলিংয়ের বিপক্ষে মাশরাফি-সাকিবরা গড়েছেন ১৩৩ রান।
প্রথম ম্যাচে ৪৫ রানে হারলেও দ্বিতীয় ম্যাচে ৫১ রানে জয় পেয়েছে বাংলাদেশ। তবে বাংলাদেশের ব্যাটিং যে খুব একটা ভালো হচ্ছে না, তা অনুধাবন করেছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দলের ব্যাটিংয়ে আরো উন্নতি করা প্রয়োজন বলেও মনে করেন তিনি।
শুক্রবার ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘গত দুই ম্যাচে আমাদের ব্যাটিংয়ের যে চিত্র ছিল এতে এটুকু বলা যায়, আমরা খুব ভালো কিছু করতে পারছি না। আমি স্বীকার করছি, আমাদের ব্যাটিং ভালো হচ্ছে না। প্রথম ম্যাচে উইকেটে কিছুটা ঘাস ছিল ঠিক, কিন্তু দ্বিতীয় ম্যাচের উইকেট যথেষ্টই ভালো ছিল। অনায়াসেই ১৫০ রান করা যেত।’
ভবিষ্যতে সাফল্য পেতে হলে দলের ব্যাটিংয়ে আরো উন্নতি করতে হবে বলেও মনে করেন মাশরাফি। তিনি বলেন, ‘সামনে আমাদের আরো কঠিন পরীক্ষা দিতে হতে পারে। তাই আমাদের ব্যাটিংয়ে আরো উন্নতি করা প্রয়োজন। তা না হলে সাফল্য পাওয়া কঠিন হয়ে যাবে।’
বাংলাদেশ অধিনায়ক আশাবাদী, ব্যাটসম্যানরা সময়মতো ফর্মে ফিরবে। তাঁর মতে, ‘এমন নয় যে, আমাদের ব্যাটসম্যানদের সামর্থ্যে ঘাটতি আছে। তবে আমি বিশ্বাস করি, আমাদের ব্যাটসম্যানরা সময়মতোই ফর্মে ফিরবে। দলকে সাফল্য এনে দেবে।’