শতক না পাওয়ার আক্ষেপ নেই সাব্বিরের
রোববার শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে ক্যারিয়ার-সেরা ইনিংস খেলেছেন সাব্বির রহমান। দলের চরম বিপর্যয়ের সময় ব্যাট হাতে প্রতিরোধ গড়ে ৮০ রানের ঝলমলে ইনিংসটি খেলেছেন তিনি। হাতে ওভার ছিল, চেষ্টা করলে হয়তো এই ইনিংসটাকে শতকে নিয়ে যেতে পারতেন তিনি।
বাংলাদেশ দলের অন্যতম সেরা এই ব্যাটসম্যান নাকি শতকের কথা মোটেও ভাবেননি। শুধু দলের জন্যই খেলেছেন বলে জানিয়েছেন এই তরুণ মিডল অর্ডার ব্যাটসম্যান।
রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে সাব্বির বলেন, ‘উইকেটে থাকাকালে কখনোই ভাবিনি অর্ধশতক বা শতক করতে হবে আমাকে। এমন চিন্তা কখনো আমার মাথায় আসেও না। আমি শুধু দলের জন্যই খেলি। সেখানে এক বলে ছয় রান করার প্রয়োজন হলে আমি সেটা করারই চেষ্টা করতাম। আর তা করতে পারলেই নিজেকে সফল মনে করতাম।’
তাই শতক করতে না পারার কোনো আক্ষেপও নেই সাব্বিরের, ‘শেষ পর্যন্ত যদি শতক করতে পারতাম, তাহলে হয়তো ভালোই লাগত। অবশ্য এর জন্য আমার মোটেও আক্ষেপ নেই।’
ম্যাচে এদিন বাংলাদেশ দলের ঝুলিতে কোনো রান যোগ না হওয়ার আগেই ওপেনার মোহাম্মদ মিথুন সাজঘরে ফিরে গেছেন। দুই রানের মাথায় ফিরে গেছেন আরেক ওপেনার সৌম্য সরকারও। দলের এই ব্যাটিং বিপর্যয় এড়াতে সাব্বির অগ্রণী ভূমিকা রাখেন। দারুণ সব চার-ছক্কার ফুলঝুরিতে মিরপুরের দর্শককে মাতিয়ে রাখেন তিনি। ৫৪ বলে ৮০ রান করে সাজঘরে ফিরে যান তিনি। অসাধারণ এই ইনিংসটি সাজিয়েছেন ১০টি চার ও তিনটি ছক্কায়।
সে সঙ্গে খেলে ফেলেন টি-টোয়েন্টিতে নিজের সেরা ইনিংসটিও। এর আগে তাঁর সেরা ইনিংসটি ছিল গত এপ্রিলে ঢাকায় পাকিস্তানের বিপক্ষে ৩২ বলে ৫১ রানের হার না মানা একটি ইনিংস। শ্রীলঙ্কার বিপক্ষে নিজের ১৭তম টি-টোয়েন্টি ম্যাচে ব্যক্তিগত তৃতীয় অর্ধশতক করেন সাব্বির। আর ২০ রান করতে পারলে টি-টোয়েন্টিতে নিজের প্রথম শতক পূর্ণ করতে পারতেন।