খেলা শুরুর সিদ্ধান্ত, ম্যাচ ১২ ওভারের
বৃষ্টির বাধায় মাঠেই গড়াতে পারেনি ওমান-নেদারল্যান্ডসের ম্যাচ। বাংলাদেশ-আয়ারল্যান্ডের ম্যাচের পরিণতিও তেমনই হবে কি না, তা নিয়ে যথেষ্ট শঙ্কা ছিল। তবে অবশেষে সদয় হয়েছে ধর্মশালার আকাশ। শুরু হতে যাচ্ছে ব্যাট-বলের লড়াই। বাংলাদেশ-আয়ারল্যান্ডের ম্যাচের দৈর্ঘ্য অবশ্য কমিয়ে আনা হয়েছে ১২ ওভারে। আবারও বৃষ্টি শুরু না হলে ম্যাচটি শুরু হবে পৌনে ১০টায়।
নেদারল্যান্ডস-ওমানের ম্যাচে ক্ষণিকের জন্য বৃষ্টি থামার পর টস করার জন্য একবার মাঠে নামতে পেরেছিলেন দুই দলের অধিনায়ক। কিন্তু মাঠে নামার সব প্রস্তুতি সম্পন্ন করেও হতাশ হতে হয়েছে ডাচ ক্রিকেটারদের। আবার বৃষ্টি শুরু হওয়ায় ম্যাচটি না খেলেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে তাদের।
বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচটিও যদি বৃষ্টিতে ধুয়ে যায়, তাহলে নেদারল্যান্ডসের মতো কপাল পুড়বে আয়ারল্যান্ডেরও। ওমানের বিপক্ষে প্রথম ম্যাচ হেরে যাওয়ায় বিদায় নিশ্চিত হয়ে যাবে আইরিশদের।
তখন ১৩ মার্চ মূল পর্বে যাওয়ার অন্তিম লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওমান। সেই ম্যাচও বৃষ্টির বাধায় অনুষ্ঠিত না হলে রানরেটে এগিয়ে থাকার সুবিধা নিয়ে মূল পর্বে চলে যাবে বাংলাদেশ।

স্পোর্টস ডেস্ক