ধর্মশালায় বৃষ্টির যন্ত্রণা

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের আগের ম্যাচ হতে দেয়নি বৃষ্টি। ধর্মশালায় টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে আজ বাংলাদেশ-ওমান ম্যাচও ভেসে যাওয়ার আশঙ্কা।
বৃষ্টির কারণে আয়ারল্যান্ড-নেদারল্যান্ডসের প্রথম ম্যাচ শুরু হয়েছে প্রায় তিন ঘণ্টা দেরিতে।২০ ওভারের ম্যাচ নেমে এসেছে মাত্র ছয় ওভারে।
ভারতের হিমাচল প্রদেশের এই ভেন্যুতে স্থানীয় সময় পৌনে ৩টার দিকে শুরু হয়েছিল বৃষ্টি। তার কিছুক্ষণ আগে টস হয়ে গেলেও আয়ারল্যান্ড-নেদারল্যান্ডসের গুরুত্বহীন ম্যাচটি পণ্ড হওয়ার আশঙ্কা জেগেছিল।
বৃষ্টি হানা দিতে পারে রাত ৮টা থেকে শুরু হতে যাওয়া পরের ম্যাচেও। অবশ্য খেলা না হলেও বাংলাদেশের দুশ্চিন্তার কিছু নেই। দুই দলের তিন পয়েন্ট করে হলেও বাংলাদেশ নেট রানরেটে এগিয়ে আছে ওমানের চেয়ে। তাই পয়েন্ট সমান হলে শ্রেয়তর রানরেট মাশরাফির দলকে নিয়ে সুপার টেনে যাবে।
বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, ওমানের বিপক্ষে চার পেসার নিয়ে একাদশ সাজানো হতে পারে। সে ক্ষেত্রে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে পেস আক্রমণ সামলাবেন তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন ও আবু হায়দার রনি। মোহাম্মদ মিঠুনের জায়গায় ফিরতে পারেন অলরাউন্ডার নাসির হোসেন।