তামিমের শতকে বাংলাদেশ ১৮০

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকেই তামিম আছেন দারুণ ফর্মে। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে খেলেছিলেন ৮৩ রানের অপরাজিত ইনিংস। আজ ওমানের বিপক্ষে তামিম নিজেকে নিয়ে গেলেন আরও উঁচুতে। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে পূর্ণ করলেন টি-টোয়েন্টি শতক। তামিমের দারুণ ব্যাটিংয়ের সুবাদে বাংলাদেশও পেয়েছে ১৮০ রানের বড় সংগ্রহ।
আয়ারল্যান্ডের বিপক্ষে পরিত্যক্ত হওয়া ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। কিন্তু আজ ওমানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে দেখা গেছে ভিন্ন চিত্র। শুরুতে রান সংগ্রহ করতে বেশ কষ্টই করতে হয়েছে দুই বাঁহাতি ওপেনারকে। ছয় ওভার শেষে বাংলাদেশের স্কোর ছিল ২৯ রান। সপ্তম ওভারে সাজঘরে ফেরার আগে ২২ বল খেলে ১২ রান করতে পেরেছিলেন সৌম্য। তবে দ্বিতীয় উইকেটে ৯৭ রানের জুটি গড়ে দারুণভাবে ঘুরে দাঁড়ান তামিম ও সাব্বির। ১৬তম ওভারে সাব্বির আউট হন ২৬ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলে। শেষপর্যায়ে ব্যাট হাতে উইকেটে এসে ৯ বলে ১৭ রান করেছেন সাকিব আল হাসান।
বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে শতক পূর্ণ করা তামিমও শেষপর্যন্ত অপরাজিত ছিলেন। ১০টি চার ও ৫টি ছয় মেরে খেলেছেন ১০৩ রানের দুর্দান্ত ইনিংস। ১১ রান করে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে এক হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছিলেন এই বাঁহাতি ওপেনার।
ওমানের বিপক্ষে বাঁচামরার লড়াইয়ে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার লড়াইয়ে শুরুতে ব্যাটিংয়ে নামতে হচ্ছে মাশরাফি বাহিনীকে। এই নিয়ে বাছাইপর্বের তিনটি ম্যাচেই টস হারলেন মাশরাফি। ধর্মশালায় ওমানের বিপক্ষে আজকের ম্যাচেও বাংলাদেশ মাঠে নেমেছে চার পেসার নিয়ে। দলে এসেছেন মিথুন আলী।
বাংলাদেশের একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মিথুন আলী, সাব্বির রহমান, আল-আমিন হোসেন, তাসকিন আহমেদ ও আবু হায়দার রনি।