ফিরলেন তামিম, সাকলাইন বাদ
আগের ম্যাচে পেটের পীড়ার কারণে খেলতে না পারা ওপেনার তামিম ইকবাল এই ম্যাচে ফিরছেন তা অনেকটাই অনুমেয়ই ছিল। তিনি এখন সুস্থ। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে নিজেদের তৃতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ম্যাচের দলে ফিরেছেন এই বাঁ-হাতি ওপেনার। তাই একাদশ থেকে বাদ পড়েছেন বাঁ-হাতি স্পিনার সাকলাইন সজীব।
অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে নিষিদ্ধ আরাফাত সানির জায়গায় দলে এসেছিলেন সাকলাইন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের একাদশে সুযোগও পেয়েছিলেন তিনি। কিন্তু নিজের অভিষেক আন্তর্জাতিক ম্যাচে খুব একটা ভালো করতে পারেনি তিনি। ৩.৩ ওভার বল করে ৪০ রান দেন তিনি। তাই এই ম্যাচের দল থেকে বাদ পড়েন এই বাঁ-হাতি স্পিনার।
অবশ্য এই ম্যাচে সৌম্য সরকার বাদ পড়ছেন- ম্যাচের আগে তা নিয়ে একটা আলোচনা হলেও শেষপর্যন্ত তাঁকে দলে রাখা হয়েছে। তাসকিন আহমেদের জায়গায় সুযোগ পাওয়া স্পিন অলরাউন্ডার শুভাগত হোমও দলে রয়েছেন।
তবে এই ম্যাচেও সুযোগ পাননি অলরাউন্ডার নাসির হোসেন। সুপার টেনে এখন পর্যন্ত একটি ম্যাচেও খেলতে পারেননি তিনি।
বাংলাদেশ একাদশ : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ মিথুন, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, শুভাগত হোম, মুস্তাফিজুর রহমান ও আল আমিন হোসেন।