এক রানের সেই হারের উত্তর খুঁজে পাচ্ছেন না সাকিবও
টি-টোয়েন্টি বিশ্বকাপ এখন একেবারেই শেষ পর্যায়ে। কলকাতার ইডেন গার্ডেনসে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার ফাইনাল ম্যাচটি দিয়েই আসরের সমাপ্তি ঘটবে। অবশ্য বাংলাদেশের বিশ্বকাপ শেষ হয়েছে আরো আগেই, গত ২৬ মার্চ নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচে হারের পরেই।
আসর থেকে বাংলাদেশের বিদায়ের চেয়েও আলোচিত বিষয় হচ্ছে, স্বাগতিক ভারতের কাছে এক রানের সেই হারটি। যে হারটির যন্ত্রণা পুড়িয়ে বেড়াচ্ছে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকেও। কেন সেই ম্যাচে হেরেছে বাংলাদেশ, আজও তাঁর উত্তর খুঁজে পাচ্ছেন না বাংলাদেশ দলের সহ-অধিনায়ক।
শনিবার রাজধানীতে একটি কোম্পানির নতুন পণ্যের প্রচার অনুষ্ঠানে গিয়েছিলেন সাকিব। মূলত সেই অনুষ্ঠানে ভারতের কাছে এক রানের সেই হারটি নিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় আবার নতুন করে শতবারও যদি এমন ম্যাচ খেলি, তাহলে সেই ম্যাচটি আমরাই জিতব। আসলে ভারতের কাছে সেই ম্যাচে আমরা কেন হেরেছি, এই প্রশ্নের উত্তর আজও খুঁজে পাইনি আমি। সে ম্যাচ হারের পর আমাদের ড্রেসিং রুমের এমন অবস্থা হয়েছিল, সবাই রীতিমতো বিস্মিত হয়েছিল।’
তবে এই আসরে বাংলাদেশ দলের পারফরম্যান্সে সন্তুষ্ট এই বাঁহাতি অলরাউন্ডার। এই সম্পর্কে তাঁর মন্তব্য, ‘এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের প্রথম লক্ষ্য ছিল সুপার টেনে ওঠা। সে ক্ষেত্রে আমরা ভালোভাবেই সফল হয়েছি। তবে মূল পর্বে কোনো ম্যাচে জিততে না পারলেও দলের পারফরম্যান্স যথেষ্টই ভালো ছিল। প্রতিটি ম্যাচেই আমরা লড়াই করে হেরেছি। তাই দলের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট।’
অবশ্য সাকিবের কণ্ঠে কিছুটা অতৃপ্তি ঝরে পড়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো বড় দলকে হারাতে না পারায়, ‘টি-টোয়েন্টিতে আমাদের সাফল্য খুব একটা কম নয়। কিন্তু বিশ ওভারের ক্রিকেটের সবচেয়ে বড় আসরে আমরা এখন পর্যন্ত কোনো বড় দলকে হারাতে পারিনি। এটি আমাদের জন্য একটি বড় আক্ষেপ। ব্যক্তিগতভাবে আমার জন্য তা কিছুটা অতৃপ্তিরও বটে।’

ক্রীড়া প্রতিবেদক