আইপিএলের আগে বৈধতা পেলেন নারাইন
অবৈধ বোলিং অ্যাকশনের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ছিলেন সুনীল নারাইন। খেলতে পারেননি টি-টোয়েন্টি বিশ্বকাপে। থাকতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী দলের সদস্য হয়ে। তবে ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা, আইপিএল শুরুর ঠিক আগ দিয়েই আইসিসির ছাড়পত্র পেয়ে গেছেন এই অফস্পিনার।
২০১৪ সালের টি-টোয়েন্টি চ্যাম্পিয়নস লিগের আগ দিয়ে প্রথমবারের মতো আইসিসির সন্দেহের মুখে পড়েছিলেন নারাইন। বোলিং অ্যাকশন শুধরে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও খুব বেশিদিন খেলা চালিয়ে যেতে পারেননি এই ডানহাতি স্পিনার। ২০১৫ সালের নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচে আবার তাঁর বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ পোষণ করেছিলেন আম্পায়াররা। আবারও নিষিদ্ধ হয়েছিলেন ২৭ বছর বয়সী এই বোলার। তবে আইপিএলের ঠিক আগ দিয়ে তাঁকে ছাড়পত্র দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। এক টুইট বার্তায় আইসিসি বলেছে, ‘সুনীল নারাইনের অ্যাকশন বৈধ বলে প্রমাণিত হয়েছে। তিনি এখন আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে অংশ নিতে পারবেন।’
২০১২ সাল থেকে নারাইন খেলছেন কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে। আন্তর্জাতিক ম্যাচের চেয়েও নারাইন বেশি খেলেছেন আইপিএলে। এখন পর্যন্ত আইপিএলের চারটি আসর মিলে নারাইন খেলেছেন ৫৫টি ম্যাচ। নিয়েছেন ৭৪টি উইকেট। আর ৩৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে তাঁর শিকার ৪০ উইকেট।
২০১১ সালে অভিষেকের পর নারাইন এখন পর্যন্ত ওয়ানডে খেলেছেন ৫৫টি। নিয়েছেন ৭৭টি উইকেট। ছয়টি টেস্ট ম্যাচ খেলে পেয়েছেন ২১টি উইকেট।

স্পোর্টস ডেস্ক