রংপুরকে ১৬০ রানের লক্ষ্য দিল রাজশাহী
বিপিএলের চলতি আসরে অন্যতম শক্তিশালী দুই দল রংপুর রাইডার্স ও রাজশাহী ওয়ারিয়র্স। দুদল আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) পরস্পর মোকাবিলা করছে। কুয়াশা ঢাকা সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টিস জিতে বোলিং বেছে নেয় রংপুর। আগে ব্যাট করে অবশ্য বড় সংগ্রহ গড়তে পারেনি রাজশাহী। ২০ ওভারে ৮ উইকেটে ১৫৯ রান তুলেছে দলটি।
উদ্বোধনী জুটিতে ভালো করতে পারেনি রাজশাহী। দ্বিতীয় ওভারে হারায় ওপেনার তানজিদ হাসান তামিমের উইকেট। দলীয় ১২ রানে আলিস আল ইসলামের শিকার হন তামিম, তার ব্যাটে থেকে আসে ২ রান। তবে, অপর ওপেনার সাহিবজাদা ফারহান আলো ছড়িয়েছেন। আলিসের শিকার হওয়ার আগে ৪৬ বলে ৮টি চার ও ২টি ছক্কায় ৬৫ রান করেন ফারহান।
দ্বিতীয় উইকেটে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে ৯৩ রানের জুটি গড়েন ফারহান। শান্তর ব্যাট থেকে আসে ৩০ বলে ৪১ রান। রানআউটে কাটা নো পড়লে শান্তর ইনিংসটি আরও বড় হতে পারত। এই দুজন ছাড়া হাসেনি আর কারও ব্যাট। সাতজন ব্যাটার ছুঁতে পারেননি দুই অঙ্কের রানও। মোহাম্মদ নাওয়াজ করেন ১০ রান, যা দলের তৃতীয় সর্বোচ্চ।
রংপুরের পক্ষে ফাহিম আশরাফ শিকার করেন তিন উইকেট। আলিস পান দুই উইকেট। এক উইকেট নেন মুস্তাফিজুর রহমান।
সংক্ষিপ্ত স্কোর
রাজশাহী ওয়ারিয়র্স : ২০ ওভারে ১৫৯/৮ (ফারহান ৬৫, তামিম ২, শান্ত ৪১, মুশফিক ৯, নাওয়াজ ১০, ইয়াসির ৬, তালাত ৬*, মেহেরব ০, সাকিব ৮, রিপন ১*; মায়ার্স ২-০-১১-০, আলিস ৪-০-১৬-২, ফাহিম ৪-০-৪৩-৩, মুস্তাফিজ ৪-০-৩৪-১, নাহিদ ৩-০-২৭-০, খুশদিল ৩-০-২৬-০)

স্পোর্টস ডেস্ক