বাংলাদেশে আসতে আগ্রহী ওয়েস্ট ইন্ডিজ
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দীর্ঘ ছুটিই পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী আগামী আগস্ট-সেপ্টেম্বরের আগ পর্যন্ত কোনো খেলা নেই বাংলাদেশের। এ নিয়ে হয়তো আক্ষেপই করতে হচ্ছে দেশের ক্রিকেটপাগল মানুষকে। তবে আশার কথা হলো, দ্রুতই হয়তো আবার আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারেন মাশরাফি-সাকিবরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশে এসে একটি টেস্ট সিরিজ খেলার আগ্রহ দেখিয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে একটি প্রস্তাবও পাঠিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। আগামী দুই মাসের মধ্যে সিরিজটি আয়োজনের ব্যাপারে আগ্রহী ওয়েস্ট ইন্ডিজ। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি। রোববার ক্রিকেট বোর্ডের সভায় বিষয়টি নিয়ে আলোচনা করবেন বিসিবির কর্মকর্তারা।
বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান ভারতে গেছেন আইপিএলে অংশ নেওয়ার জন্য। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ আয়োজনের ব্যাপারে সম্মত হলে তাঁদের দেশে ফিরিয়ে আনা হবে কি না, সে বিষয়েও সিদ্ধান্ত নিতে হবে বিসিবিকে। ২৯ মে পর্যন্ত চলবে আইপিএলের নবম আসর।
আগামী দুই মাসের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ আয়োজন করলে ভালোই হবে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য। আগস্টে প্রথমবারের মতো ভারতে গিয়ে টেস্ট খেলার প্রস্তুতিটাও তাঁরা সেরে নিতে পারবেন ভালোমতো। তবে ওয়েস্ট ইন্ডিজের প্রস্তাবে বাংলাদেশ সাড়া দেবে কি না, তা জানার জন্য অপেক্ষা করতে হবে আগামী রোববার অনুষ্ঠিতব্য বিসিবি সভা পর্যন্ত।
আইসিসির এফটিপি অনুযায়ী, আগস্টে ভারত সফরের পর অক্টোবর-নভেম্বরে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশে আসার কথা ইংল্যান্ডের। তার পর ডিসেম্বর-জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। সেখানে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলার কথা মাশরাফি-মুশফিকদের।