এশিয়া কাপে ভালো খেলার পুরস্কার পেলেন সাইফ-রিশাদ

এশিয়া কাপে বাংলাদেশের ইতিবাচক পাওয়া বলতে কেবল সাইফ হাসানের ব্যাটিং। লম্বা সময় পরে জাতীয় দলে ফিরে ভরসার প্রতীক হয়ে ওঠেছেন তিনি। এশিয়া কাপের সেরা ১০ রান সংগ্রাহকের মধ্যে ছিলেন ষষ্ঠ স্থানে। সেই ভালো খেলার পুরস্কার পেলেন এবার।
আজ বুধবার (১ অক্টোবর) পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেখানে বড় উত্থান হয়েছে সাইফের। তার সঙ্গে উন্নতি হয়েছে লেগস্পিনার রিশাদ হোসেনেরও।
আগের সপ্তাহেই ১৩৩ ধাপ এগিয়ে প্রথমবার টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১০০-এর মধ্যে ওঠে এসেছিলেন সাইফ। এবার উত্থান হয়েছে ৪৫ ধাপ। বর্তমানে ৫৫৫ রেটিং নিয়ে ৩৬তম স্থানে আছেন ডানহাতি এই টাইগার ব্যাটার। বাংলাদেশিদের মধ্যে তিনিই এখন সবার উপরে।
চোটের কারণে এশিয়া কাপের শেষ ম্যাচ খেলা হয়নি উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসের। এতে তিন ধাপ নিচে নেমে ৪৩ নম্বরে অবস্থান করছেন তিনি। ব্যাটহাতে ব্যর্থতার জন্য চার ধাপ নিচে ৪৫ নম্বরে চলে গেছেন তানজিদ হাসান তামিম আর পাঁচ ধাপ নিচে নেমে ৪৬ নম্বরে চলে গেছেন তাওহিদ হৃদয়।
এশিয়া কাপের সুপার ফোরের শেষ দুই ম্যাচে ভালো খেলার পুরস্কার পেয়েছেন রিশাদ। বোলারদের র্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়েছেন তিনি। ৬১৮ রেটিং পয়েন্ট নিয়ে ২০ নম্বরে ওঠে এসেছেন এই লেগস্পিনার। রিশাদের মতো একধাপ এগিয়েছেন তাসকিন। বর্তমানে তিনি আছেন ৩০তম স্থানে। আগের মতোই ১৭ নম্বরে আছেন শেখ মেহেদি আর ৪০ নম্বরে তানজিম হাসান সাকিব।
বেশকিছু দিন পরে আগের সপ্তাহেই সেরা দশে ওঠে এসেছিলেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। এবার দুই ধাপ পিছিয়ে আবারও সেরা দশের বাইরে চলে গেছেন তিনি। বর্তমানে ১১ নম্বরে রয়েছেন ফিজ। বাংলাদেশিদের মধ্যে অবশ্য তিনিই সবার উপরে।