সাকিবের ৮০ লাখ ভক্ত
এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান, এতে নিশ্চয়ই কারো সন্দেহ নেই। তা ছাড়া কিছুদিন আগেও তিন ঘরানার ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডার ছিলেন তিনি। এখন শুধু ওয়ানডের বিশ্বসেরা অলরাউন্ডার হলেও তাঁর জনপ্রিয়তা যে মোটেও কমেনি, এর প্রমাণ তাঁর ভক্ত-অনুরাগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে।
নতুন খবর হলো, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাকিবের ভক্তের সংখ্যা এখন ৮০ লাখ ছাড়িয়ে গেছে। ফেসবুকে বাংলাদেশের কোনো তারকা ক্রিকেটারের এত ভক্ত আর নেই।
গতকাল রোববার সাকিবের ভক্তের সংখ্যা আট মিলিয়ন ছাড়িয়ে গেছে। তাই ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা জানাতে মোটেও ভোলেননি তিনি। নিজের ফেসবুক পেজে শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, ‘ধন্যবাদ আট মিলিয়ন ভক্তদের।’
বাংলাদেশ দলের অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার এখন ভারতে রয়েছেন। আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে তিনি খেলেছেন। অবশ্য দিল্লির বিপক্ষে প্রথম ম্যাচের একাদশে তিনি ছিলেন উপেক্ষিত।
অবশ্য ২০১১ সালে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়ার পর দলের দুটি শিরোপাজয়ের পেছনে বড় অবদান রেখেছিলেন তিনি। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারকে তাই এবারের মৌসুমে হারানোর ঝুঁকি নিতে চায়নি শাহরুখ খানের দলটি। তাই নিলামের মঞ্চেই উঠতে দেয়নি তাঁকে।
২০১৫ সাল পর্যন্ত আইপিএলের পাঁচটি আসরে ৩২টি ম্যাচ খেলে সাকিব করেছেন ৩৮৩ রান। বল হাতে নিয়েছেন ৩৮টি উইকেট। আর দুবার জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।