এসব মিডিয়ার সৃষ্টি, বললেন সাকিব
গত বছর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারত-বাংলাদেশ ম্যাচটির কথা নিশ্চয়ই ভুলে যাননি ক্রিকেট প্রেমীরা। আর কিছুদিন আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে এক রানের হারের সেই ম্যাচটিও বেশ উত্তেজনা ছড়িয়েছে।
তাই এখন যেন বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই অন্যরকম এক উত্তেজনার আবহ। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান মনে করেন, মূলত এই উত্তেজনা মিডিয়ারই সৃষ্টি।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলতে সাকিব এখন ভারতে। সে দেশের দৈনিক হিন্দুস্তান টাইমসকে সাকিব বলেন, ‘বাংলাদেশ-ভারত ম্যাচের উত্তেজনার ব্যাপারটা মাঠের চেয়ে মাঠের বাইরেই বেশি মনে হচ্ছে। আসলে পুরো বিষয়টা মিডিয়ার সৃষ্টি।’
এর ব্যাখ্যা দিয়ে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার বলেন, ‘মাঠে দুই দলের খেলোয়াড়রা উত্তেজনা নিয়ে মোটেও ভাবে না। প্রত্যেক খেলোয়াড়েরই ভাবনা থাকে নিজেদের সেরাটা খেলা, আর দলের পক্ষে জয় ছিনিয়ে আনা। মাঠে আসলে অন্য কিছু ভাবার অবকাশ নেই।’
প্রসঙ্গ উঠে এসেছে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সঙ্গে ম্যাচে এক রানে হার নিয়েও। এ সম্পর্কে সাকিব বলেন, ‘আসলে ক্রিকেট খেলাটাই এমন। আমার বিশ্বাস ছিল ম্যাচটিতে বাংলাদেশ জিততে পারবে। আর একেবারে শেষ দিকে ভেবেছিলাম ম্যাচটি টাই হবে, কিন্তু হলো তার উল্টো।’