একাদশে জায়গা পেলেন সাকিব, আছেন মুস্তাফিজও
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এ নিয়ে ছয় মৌসুম খেলছেন সাকিব আল হাসান। কলকাতা নাইট রাইডার্সের এই বাংলাদেশি অলরাউন্ডার যদিও প্রথম দুই ম্যাচেই একরকম উপেক্ষিত ছিলেন। একাদশেই রাখা হয়নি তাঁকে।
বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার শেষ পর্যন্ত একাদশে জায়গা পেয়েছেন। শনিবার নিজেদের তৃতীয় ম্যাচে মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে মাঠে নেমেছেন সাকিব। জাতীয় দলের সতীর্থ দুই খেলোয়াড় তাই এবার প্রতিদ্বন্দ্বী।
মুস্তাফিজ অবশ্য নিজের প্রথম ম্যাচে শুধু খেলেনইনি, আইপিএল অভিষেক ম্যাচে বেশ উজ্জ্বলতা ছড়িয়েছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে দলের অন্য বোলাররা যখন হতাশ করেছেন, তখন বাঁহাতি পেসার ছিলেন বেশ উজ্জ্বল।
মুস্তাফিজ চার ওভার বল করে মাত্র ২৬ রান দিয়ে দুই উইকেট তুলে নিয়েছিলেন। পরপর দুই বলে দুই উইকেট পান তিনি। আরেকটি উইকেট পেতে পারতেন, যদি একটি ক্যাচ মিস না হতো।
এবি ডি ভিলিয়ার্সকে ফিরিয়ে আইপিএলে প্রথম উইকেটটি তুলে নেন এই বাঁ-হাতি পেসার। পরের বলেই ফিরিয়েছেন শেন ওয়াটসনকে। পরপর দুই হার্ড হিটার ব্যাটসম্যানকে ফিরিয়ে শুধু প্রতিপক্ষের রানের চাকাই থামাননি, নিজের ঝুলিও সমৃদ্ধ করেছেন এই কাটার মাস্টার।
এবার নিজের দ্বিতীয় ম্যাচে কেমন করেন মুস্তাফিজ সেটাই এখন দেখার বিষয়। আর সাকিব এই মৌসুমে প্রথম সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরতে পারবেন কি না সেদিকেও তাকিয়ে থাকবে সবাই।