বাবা হওয়ার খবরে আইপিএল ছেড়ে জ্যামাইকায় গেইল
খবরটা ক্রিস গেইলের জন্য দারুণ সুখবরই বটে। না, এবারের আইপিএলে ফর্মে ফেরা নয়। সুখবরটা এর থেকেও অনেক বড়। বাবা হলেন জ্যামাইকার জাম্বো ম্যান গেইল।
অবশ্য গেইলের জীবনযাপন কারোই অজনা নয়। পার্টি, মদ, নারী, এসব খবরে বেশি খুব বেশি হন তিনি। সেই গেইল এবার বাবা হলেন।
বাবা হওয়ার খবর শুনে জামাইকায় উড়ে গেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই হার্ডহিটার ব্যাটসম্যান। আর এই কারণে আইপিএলে বেঙ্গালুরুর হয়ে আগামী দুটি ম্যাচে খেলতে পারবেন না গেইল।
বুধবার মুম্বই ইন্ডিয়ান্স এবং শুক্রবার রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিপক্ষে খেলতে পারছেন না আরসিবির তারকা এই ওপেনার-অলরাউন্ডার। ২৫ এপ্রিল গেইলের ভারতে ফেরার কথা।
অবশ্য গেইলের ফর্ম নিয়ে বেশ চিন্তায় আরসিবি। তবে দেশ থেকে ফিরে তিনি আবার ফর্ম ফিরে পাবেন সেই আশায় আরসিবি শিবির।
এবারের আইপিএলে প্রথম দুই ম্যাচে গেই একেবারেই ফ্লপ। গত দুই ম্যাচে রান ছিল যথাক্রমে ১ ও ০। তা ছাড়া সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপেও পরপর পাঁচটি ম্যাচে দুই অঙ্কের কোটায় পৌঁছাতে পারেননি এই জ্যামাইকান হার্ডহিটার ব্যাটসম্যান।
গেইলের ফর্ম-খরার সেই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে আইপিএলেও। তবে এই মারকুটে ব্যাটসম্যানের ফর্ম নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। গেইল ঠিক সময়ে ফর্মে ফিরবেন বলে আশাবাদী তিনি।
এ ব্যাপারে কোহলি বলেন, ‘আমি নিশ্চিত, গেইল টুর্নামেন্টের যেকোনো সময়ই জ্বলে উঠবে। সম্ভবত আমাদের সবচেয়ে বেশি প্রয়োজনের সময়ে সে সেঞ্চুরি করে দেবে।’