দ্বিতীয় ম্যাচেও উইকেটশূ্ন্য সাকিব

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথম দুই ম্যাচে উপেক্ষিত ছিলেন সাকিব আল হাসান। সে দুই ম্যাচে একাদশেই সুযোগ পাননি তিনি। কলকাতা নাইট রাইডার্সের এই বাংলাদেশি অলরাউন্ডার দলের তৃতীয় ম্যাচে খেলতে নামলেও খুব একটা ভালো করতে পারেননি। তিন ওভার বল করে ১৮ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার।
মঙ্গলবার দলের চতুর্থ এবং ব্যক্তিগত দ্বিতীয় ম্যাচেও সাকিব ছিলেন উইকেটশূন্য। চার ওভার বল করে ২৮ রান খরচায় কোনো উইকেট পাননি। উইকেট না পেলেও এদিনও তিনি বেশ মিতব্যয়ী ছিলেন।
মোহালিতে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে এই ম্যাচে প্রথম ওভারে ৬ রান দিয়েছেন সাকিব। দ্বিতীয় ওভারে ৯ রান এবং তৃতীয় ওভারে সাকিব ৬ রান খরচ করেন। আর ব্যক্তিগত শেষ ওভারে তিনি দিয়েছেন ৭ রান।
২০১১ সালে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়ার পর দলের দুটি শিরোপা জয়ের পেছনে বড় অবদান রেখেছিলেন সাকিবই। তাই এবারের মৌসুমেও নিলামের আগেই তাঁকে দলভুক্ত করে কলকাতা।
২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত আইপিএলের পাঁচটি আসরে ৩২টি ম্যাচ খেলে সাকিব করেছেন ৩৮৩ রান। বল হাতে নিয়েছেন ৩৮টি উইকেট। আর দুবার জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।