সন্ত্রাসীদের ভয়ে পালাচ্ছে ‘প্লাস্টিক’ মেসি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/05/04/photo-1462356813.jpg)
মনে আছে প্লাস্টিক ব্যাগের জার্সি গায়ে সেই ছোট্ট ‘মেসি’র কথা? প্লাস্টিক ব্যাগ দিয়ে লিওনেল মেসির জার্সি বানিয়ে ফুটবল বিশ্বে সোরগোল ফেলে দিয়েছিল আফগানিস্তানের যে শিশুটি? আর্জেন্টাইন তারকা মেসি নিজেও এতটা অভিভূত হয়েছিলেন যে, খুদে এই ভক্তকে নিজের স্বাক্ষর করা একটা জার্সিও পাঠিয়েছিলেন। কিন্তু এখন সেই খুদে মেসিভক্ত পালিয়ে বেড়াচ্ছে সন্ত্রাসীদের ভয়ে। এরই মধ্যে আফগানিস্তান ছেড়ে পাকিস্তানে আশ্রয় নিতে হয়েছে মুর্তজা আহমাদির পরিবারকে। সেখানেও নাকি তারা ভুগছে নিরাপত্তাহীনতায়।
এ বছরের শুরুতে প্লাস্টিক ব্যাগের জার্সি গায়ে আহমাদির ছবিটি ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। অনেক খোঁজখবরের পর পাওয়া যায় তার হদিস। আর্জেন্টাইন তারকা মেসিও সেই খুদে ভক্ততে পাঠিয়েছিলেন নিজের স্বাক্ষর করা একটি জার্সি। সেটা পেয়ে ভীষণ আনন্দিত হয়েছিল আহমাদি। কিন্তু সেই জার্সি আনন্দের সঙ্গে বয়ে এনেছে আতঙ্কও। মেসির কাছ থেকে সেই জার্সি পাওয়ার পর থেকেই ফোনে হুমকিধমকি দেওয়া শুরু হয়েছিল বলে জানিয়েছেন আহমাদির বাবা মোহাম্মদ আরিফ আহমাদি। ভয় পেয়ে আফগানিস্তান ছেড়ে পাকিস্তানের ইসলামাবাদে পাড়ি জমান আহমাদিরা। সেখানে কিছু দিন থেকে তাঁরা চলে এসেছেন পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েতায়। মুর্তজার বাবা আরিফ আহমাদি সম্প্রতি বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘কিছুদিন আগে আমাকে ফোন করেছিল এলাকার এক সন্ত্রাসী। সে ভেবেছে যে, আমার ছেলে যখন মেসির কাছ থেকে জার্সি পেয়েছে, তখন হয়তো কিছু টাকাপয়সাও পেয়েছে। আর এখন সে এটার ভাগ চায়।’ এই পরিস্থিতিতে আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না বলে জানিয়েছেন তিনি।
এখন জাতিসংঘের মাধ্যমে নিরাপদ কোনো স্থানে আশ্রয়ের জন্য আবেদন করেছে সেই ‘প্লাস্টিক মেসি’র পরিবার। আশা করছে যে, তাদের হয়তো স্পেনে পাঠিয়ে দেওয়া হবে। যেখানে সত্যিকারের মেসি মাঠ মাতান বার্সেলোনার জার্সি গায়ে। ছোট্ট মুর্তজাও তাহলে হয়তো পূরণ করতে পারবে তার ফুটবলার হওয়ার স্বপ্ন।