জিম্বাবুয়েতে ধর্ষণ, টিম ইন্ডিয়ার সদস্য গ্রেপ্তার
ক্রিকেটবিশ্বে তোলপাড় তোলার মতো খবরই এসেছে জিম্বাবুয়ে থেকে। ধর্ষণের অভিযোগ উঠেছে ভারতীয় ক্রিকেট দল টিম ইন্ডিয়ার এক সদস্যের বিরুদ্ধে। স্থানীয় এক নারীকে ধর্ষণ করার অভিযোগে গত শুক্রবার তাঁকে গ্রেপ্তারও করা হয়েছে।
ভারতীয় ক্রিকেটাররা হারারের যে হোটেলে থাকছেন, সেখানেই এ ঘটনা ঘটে বলে জানানো হয়েছে জিম্বাবুয়ের শীর্ষস্থানীয় গণমাধ্যম ‘নিউজ জিম্বাবুয়ে’র এক প্রতিবেদনে।
তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতীয় ক্রিকেট দল এখন আছে জিম্বাবুয়েতে। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে একেবারে নবাগত একটা দল নিয়ে জিম্বাবুয়ে সফরে গেলেও ওয়ানডে সিরিজে দারুণ নৈপুণ্য দেখিয়েছে ভারত। জিতেছে সিরিজের তিনটি ম্যাচ। তবে সেই সাফল্য ম্লান হয়ে যাবে যদি ধর্ষণের এ অভিযোগ সত্যি প্রমাণিত হয়।
ধর্ষণের অভিযোগের ব্যাপারে জিম্বাবুয়ের সহকারী পুলিশ কমিশনার চারিটি চারাম্বা বলেছেন, ‘জিম্বাবুয়ের এক নারী ভারতীয় এক নাগরিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন। এ জাতীয় গুরুতর অভিযোগ ওঠার পর পুলিশ হিসেবে আমাদের দায়িত্ব বিষয়টি তদন্ত করা। আমরা সেটা করেছি আর মামলাটা আদালতে হস্তান্তর করেছি।’
তবে ভারতীয় ক্রিকেট দলের এই সদস্য কোনো ক্রিকেটার নাকি কোনো কর্মকর্তা, সে বিষয়ে এখনো কিছু জানায়নি জিম্বাবুয়ে পুলিশ। বিষয়টি নিয়ে বেশ শোরগোলও পড়ে গেছে দুই দেশের কূটনৈতিক অঙ্গনে। গ্রেপ্তার ঠেকানোর জন্য জিম্বাবুয়েতে অবস্থিত ভারতীয় রাষ্ট্রদূত নিজে হোটেলে গিয়েছিলেন বলে জানিয়েছে এক সূত্র।
ভারতীয় গণমাধ্যমে অবশ্য দাবি করা হয়েছে যে ধর্ষণের এই অভিযোগের সঙ্গে ভারতীয় কোনো ক্রিকেটারের সম্পর্ক নেই। যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি চলমান সিরিজের এক স্পন্সরের সঙ্গে জড়িত ব্যক্তি।