বাবাই মুশফিকের সত্যিকারের ‘হিরো’
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/06/19/photo-1466338250.jpg)
আজ বিশ্ব বাবা দিবস। সন্তানের কাছে বাবা কতটুকু আপনজন তা বলে বোঝানোর নয়। আর বাবা কতটা নির্ভরতা সেটাও বর্ণনা করে শেষ করা যাবে না।
বাবা যে পরম ভরসা ও ছায়ার নাম, জাতীয় ক্রিকেটারদেরও কাছেও তার উপলব্ধি কম নয়। বিশ্ব বাবা দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের অনুভূতির কথা জানিয়েছেন ক্রিকেটাররাও।
বাংলাদেশে টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম নিজের ফেসবুক পেজে লিখেছেন, “আজ আপনাদের আমি এমন একজন মানুষের কথা বলব... আমার এত দূর আসার পেছনে তাঁর অবদানই হয়তো সব থেকে বেশি। ছোটবেলা থেকে তিনি আমাকে শিখিয়েছেন একজন ‘হিরো’ হতে গেলে, শুধু ভালো খেললেই হবে না... বরং একজন ভালো মানুষও হতে হবে। বাবা আমাকে দেখিয়েছেন সব বাধা পেরিয়ে লক্ষে পৌঁছানোর রাস্তা।”
বাবাকে তাঁর সত্যিকারের হিরো বলে মনে করেন মুশফিক, ‘খারাপ সময়ে ভেঙে পড়লে বাবা সহস জুগিয়েছেন আমাকে। তিনি আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা, আমার জীবনের সত্যিকারের ‘হিরো’। অনেক ভালোবাসি তোমাকে বাবা! বিশ্বের সব বাবাকে জানাই বাবা দিবসের শুভেচ্ছা।’
জাতীয় দলের আরেক ক্রিকেটার সাব্বির রহমান লিখেছেন, ‘আমার জীবনের সবচেয়ে সেরা মানুষটা যে জীবনের সব পরিস্থিতিতে আমার পাশে থেকেছেন তাঁকে শুভেচ্ছা।ধন্যবাদ বাবা, তুমি আমার জন্য সবসময় শুধু ভালোটাই চেয়েছ।বিশ্বের সব বাবাকে জানাই বাবা দিবসের শুভেচ্ছা।’