বিমান বিভ্রাটে বিরক্ত মেসি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/06/24/photo-1466768550.jpg)
বিশেষ কোপা আমেরিকার সেমিফাইনালে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-০ গোলে হারিয়ে বেশ খোশমেজাজেই ছিল আর্জেন্টিনা। অসাধারণ ফ্রিকিক থেকে একটি গোল করে আর দুটো গোল করিয়ে লিওনেল মেসিও ছিলেন উৎফুল্ল। কিন্তু ফাইনালের ভেন্যু নিউজার্সিতে যাওয়ার পথে বিমানে দীর্ঘক্ষণ বসে থেকে মেজাজ বিগড়ে গেছে আর্জেন্টিনা অধিনায়কের। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে রীতিমতো একহাত নিয়েছেন এই সময়ের সেরা ফুটবলার।
হিউস্টনে বাংলাদেশ সময় বুধবার সকালে সেমিফাইনালে খেলেছিল আর্জেন্টিনা। বৃহস্পতিবার ছিল নিউজার্সির বিমান। একে তো প্রায় দেড় হাজার মাইলের দীর্ঘ বিমানযাত্রা। তার ওপর বিমানে উঠেও দীর্ঘক্ষণ বসে থাকা। মেসি তাই মেজাজ ঠিক রাখতে পারেননি। সতীর্থ ও প্রিয় বন্ধু সার্জিও আগুয়েরোর সঙ্গে একটা ছবি তুলে তা ইন্সটাগ্রামে পোস্ট করেছেন বার্সেলোনা তারকা। সঙ্গে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সমালোচনা করে লিখেছেন, ‘আবারও বিমানে উঠে গন্তব্যে রওনা হওয়ার জন্য অপেক্ষা করতে হচ্ছে। কী ভীষণ বিপর্যয় এএফএ! হায় ঈশ্বর!’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটা দেখে আর মেসির মন্তব্য পড়ে এএফএ কর্তৃপক্ষ অবশ্য আত্মপক্ষ সমর্থন করতে দেরি করেনি। তারা জানিয়েছে, ‘আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন জানাচ্ছে যে, নিউজার্সিতে জাতীয় দলকে বহন করা বিমান প্রতিকূল আবহাওয়ার কারণে ছাড়তে দেরি করেছিল।’
বাংলাদেশ সময় আগামী সোমবার ভোরে ফাইনালে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা। গত বছর কোপা আমেরিকার ফাইনালে এই চিলির কাছেই টাইব্রেকারে হার মেনেছিল ‘আলবিসেলেস্তে’রা।