কোহলির আগ্রাসন পছন্দ কুম্বলের

অনেক বড় মাপের ব্যাটসম্যান হলেও আক্রমণাত্মক মানসিকতার কারণে প্রায়ই সমালোচিত হতে হয় বিরাট কোহলিকে। বিশেষ করে ভারতের বাইরে তাঁর সমালোচকের সংখ্যা অসংখ্য। তবে অনিল কুম্বলে সেই তালিকায় নেই। কোহলির আগ্রাসী মনোভাব বরং পছন্দই করেন ভারতের নতুন কোচ।
চার টেস্টের সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে ভারত। সোমবার এই সফর উপলক্ষে সংবাদ সম্মেলনে টেস্ট অধিনায়ক কোহলির প্রশংসা করে কুম্বলে বলেছেন, ‘আমি তার আগ্রাসন পছন্দ করি। এ ব্যাপারে তার সঙ্গে আমার তেমন পার্থক্য নেই। আমিও আগ্রাসী ছিলাম। কারোর স্বাভাবিক আগ্রাসন নিয়ন্ত্রণের পক্ষে নই আমি।’
টেস্ট-ওয়ানডে দুটোতেই ভারতের সর্বোচ্চ উইকেটশিকারী কুম্বলে জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত। তাঁর আশা, নতুন শিষ্যরাও দেশাত্ববোধে উদ্বুদ্ধ হয়ে মাঠে নামবে, ‘আমরা সবাই জানি, ভারতের দূতের ভূমিকা পালন করা আর ভারতীয় ক্রিকেট দলের অংশীদার হতে পারা কতটা গুরুত্বপূর্ণ। দলের প্রত্যেকে তা বুঝতে পারছে। মাঠে আমাদের তা নিশ্চিত করতে হবে।’
আগামী বুধবার ভারতীয় দলের ক্যারিবিয়ানে পৌঁছানোর কথা। সাত সপ্তাহের সফরের শুরুতে দুটো প্রস্তুতি ম্যাচ খেলবে ‘টিম ইন্ডিয়া’।