ফতুল্লায় প্রস্তুতি ম্যাচে পাকিস্তান-বিসিবি একাদশ

সোমবার ঢাকায় পা রেখেছে পাকিস্তান ক্রিকেট দল। প্রথম দিনটি বিশ্রামে কাটিয়ে মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোর সেন্টারে অনুশীলন করে সফরকারী দলটি। বুধবার পাকিস্তান দল প্রথম মাঠে নামবে। ফতুল্লায় একদিনের প্রস্তুতি ম্যাচে তাদের প্রতিপক্ষ বিসিবি একাদশ। সকাল ৯টায় শুরু হবে ম্যাচটি।
পাকিস্তানের বিপক্ষে বিসিবি একাদেশের নেতৃত্ব থাকবেন নাসির হোসেন। এই দলে আছেন মুমিনুল হক, সাব্বির রহমান, আবুল হাসান ও রনি তালুকদার। জাতীয় দল থেকে বাদ পড়া ইমরুল কায়েস ও তাইজুল ইসলামকেও এই দলে রাখা হয়েছে।
বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে ১৭, ১৯ ও ২২ এপ্রিল। বেলা আড়াইটা থেকে শুরু হতে যাওয়া তিনটি ম্যাচেরই ভেন্যু মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম। একই ভেন্যুতে ২৪ এপ্রিল সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেবে দুই দল।
২৮ এপ্রিল থেকে ২ মে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। ৬-১০ মে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
বিসিবি একাদশ : নাসির হোসেন (অধিনায়ক), ইমরুল কায়েস, রনি তালুকদার, লিটন কুমার দাস, মুমিনুল হক, শুভাগত হোম চৌধুরী, সোহাগ গাজী, আল-আমিন হোসেন, সাব্বির রহমান, জুবায়ের হোসেন, তাইজুল ইসলাম, আবুল হাসান, মুক্তার আলী ও মোহাম্মদ শহীদ।