অবশেষে ভিসা পেলেন মুস্তাফিজ

কয়েকদিন ধরেই মুস্তাফিজুর রহমানের ভিসা জটিলতা চলছিল। তাই কিছুটা শঙ্কা তৈরি হয়েছিল তাঁর ইংল্যান্ডের যাওয়া নিয়ে। শেষ পর্যন্ত সব সংশয় দূর হয়েছে। বাংলাদেশের এই বাঁহাতি পেসার পেলেন ইংল্যান্ডের ভিসা।
আজ মঙ্গলবার মুস্তাফিজ ভিসা পাওয়ায় বুধবার সকালে তিনি ইংল্যান্ডের উদ্দেশে রওনা হচ্ছেন। আগামী কাল সকাল ১০টায় তাঁর ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
ডান পায়ের অ্যাংকেল ও হ্যামস্ট্রিংয়ে চোট নিয়ে গত জুনের শুরুতে আইপিএল থেকে দেশে ফেরেন মুস্তাফিজ। এরপরই বিসিবির ফিজিও-ট্রেনারদের অধীনে তাঁর পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়। এখন তাঁর ফিটনেসের অনেকটাই উন্নতি হওয়ায় ইংল্যান্ড যাওয়ার অনুমতি দিয়েছে বিসিবি।
মুস্তাফিজ সাসেক্সের হয়ে খেলার অনুমতি পান গত ৩০ জুন। এর পর থেকে ইংল্যান্ডের ভিসার জন্য প্রক্রিয়া শুরু করে দেন হালের বোলিং বিস্ময়। কিন্তু মাঝখানে কিছুটা ভিসা জটিলতা চলছিল।
ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে সাসেক্সের পরের ম্যাচ আগামী পরশু। কাল লন্ডন পৌঁছালে এই ম্যাচে মুস্তাফিজ খেলতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।
সাসেক্সের পরবর্তী সূচি :
খেলা প্রতিপক্ষ তারিখ সময়
টি-টোয়েন্টি এসেক্স ২১ জুলাই রাত ১২.০০
টি-টোয়েন্টি সারে ২২ জুলাই রাত ১১.৩০
ওয়ানডে গ্লস্টারশায়ার ২৪ জুলাই বিকেল ৪.০০
ওয়ানডে হ্যাম্পশায়ার ২৭ জুলাই সন্ধ্যা ৭.০০
টি-টোয়েন্টি গ্ল্যামরগান ২৮ জুলাই রাত ১১.৩০
ওয়ানডে সমারসেট ৩০ জুলাই বিকেল ৪.০০
ওয়ানডে কেন্ট ২ আগস্ট সন্ধ্যা ৬.৩০