তাসকিন-মুস্তাফিজদের আইপিএলের গুঞ্জন নিয়ে যা বলল বিসিবি

ফের আলোচনায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই পেসার তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান। গুঞ্জন উঠেছে চোটের কারণে ছিটকে যাওয়া পেসারদের বদলি হিসেবে আইপিএল খেলার প্রস্তাব পেয়েছেন তারা। অবশেষে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খুলল বিসিবি।
শোনা যাচ্ছিল কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে মুস্তাফিজ ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে তাসকিনের খেলার সম্ভাবনা আছে। যদিও আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজি কিংবা তাসকিন ও মুস্তাফিজের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সাধারণত পুরো টুর্নামেন্ট খেলার ছাড়পত্র পাননা বলেই আইপিএলে সুযোগ মেলেনা বাংলাদেশিদের। তাই বিসিবির অনাপত্তিপত্র পেলেই আইপিএলে দেখা যাবে তাদের, ছিল এমন গুঞ্জন। ক্রিকেটারদের পক্ষে হতে কোনো ধরনের অনাপত্তিপত্র চাওয়া হয়নি বলে জানিয়েছেন বিসিবি ক্রিকেট অপারেশন্স এর চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম।
এ প্রসঙ্গে ফাহিম গণমাধ্যমকে বলেন, ‘কোনো ক্রিকেটারের সঙ্গে কোনো আলোচনা হয়নি। সার্বিক ক্রিকেটের জন্য যেটা লাভবান হবে সেটা আমরা করার চেষ্টা করব। অনেক সময় এমনও হতে পারে ঘরোয়া ক্রিকেট বাদ দিয়েও আমরা কাউকে পাঠাতে পারি। যদি মনে করি তাতে আমাদের ক্রিকেটারের লাভ হবে এবং আমাদের জাতীয় দলের লাভ হবে তেমন হতে পারে। অনেক সময় এমনও হতে পারে ভালো অফার পাওয়ার পরও কাউকে ছাড়লাম না কারণ তার ঘরোয়া ক্রিকেট খেলা প্রয়োজন। সুতরাং এটা নির্ভর করবে সার্বিকভাবে কোনটা মঙ্গলজনক হবে আমাদের বোর্ডের জন্য, ক্রিকেটের জন্য আমরা সেই সিদ্ধান্তই নিব।’