মুস্তাফিজের ‘শিক্ষাসফর’

এর আগেও একবার ইংল্যান্ডে গিয়েছিলেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। ২০১৩ সালের আগস্টে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় যুব সিরিজ খেলতে। কাটার মাস্টার আবারও ইংল্যান্ডে যাচ্ছেন, তবে এবার তিনি খেলতে যাচ্ছেন কাউন্টির দল সাসেক্সের হয়ে।
আজ বুধবার সকাল সাড়ে ১০টায় ঢাকা ছাড়েন মুস্তাফিজ। অবশ্য কয়েকদিন ধরেই তাঁর ভিসা জটিলতা চলছিল। তাই কিছুটা শঙ্কা তৈরি হয়েছিল তাঁর ইংল্যান্ডের যাওয়া নিয়ে। গতকাল মঙ্গলবার বাংলাদেশের এই বাঁহাতি পেসার পেলেন ইংল্যান্ডের ভিসা।
মূলত রয়্যাল লন্ডন ওয়ানডে কাপ ও ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে খেলতেই ইংল্যান্ড যাচ্ছেন এই বাঁহাতি।
এই ইংল্যান্ড-যাত্রাকে একটা শিক্ষাসফর বলে মনে করেন মুস্তাফিজ। দেশ ছাড়ার আগে এই সম্পর্কে তিনি বলেন, ‘শুধু ব্যাটিং-বোলিং-ফিল্ডিংই নয়, একজন ভালো খেলোয়াড় হিসেবে অনেক কিছুই শেখার আছে আমার। সব সময় শিখতে চাই। আজ যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন।’
আগামীকাল এসেক্সের বিপক্ষে টি-টোয়েন্টিতে সাসেক্সের পরবর্তী ম্যাচ। এই ম্যাচে খেলা সম্ভব কি না এমন প্রশ্নের উত্তরে কাটার-মাস্টার বলেন, ‘এ নিয়ে এখনো কিছু জানি না।’
রয়্যাল লন্ডন ওয়ানডে কাপ ও ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি সাক্সের আর সাতটি ম্যাচ বাকি। সাসেক্স নকআউট পর্বে গেলে বাড়বে ম্যাচের সংখ্যাও।
সাসেক্সের পরবর্তী সূচি
খেলা প্রতিপক্ষ তারিখ সময়
টি-টোয়েন্টি এসেক্স ২১ জুলাই রাত ১২.০০
টি-টোয়েন্টি সারে ২২ জুলাই রাত ১১.৩০
ওয়ানডে গ্লস্টারশায়ার ২৪ জুলাই বিকেল ৪.০০
ওয়ানডে হ্যাম্পশায়ার ২৭ জুলাই সন্ধ্যা ৭.০০
টি-টোয়েন্টি গ্ল্যামরগান ২৮ জুলাই রাত ১১.৩০
ওয়ানডে সমারসেট ৩০ জুলাই বিকেল ৪.০০
ওয়ানডে কেন্ট ২ আগস্ট সন্ধ্যা ৬.৩০