রোনালদোর নামে বিমানবন্দর

পর্তুগিজ ফুটবল ইতিহাসে পাকাপাকিভাবেই জায়গা করে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁর অধিনায়কত্বেই প্রথমবারের মতো বড় কোনো প্রতিযোগিতার শিরোপা জিতেছে পর্তুগাল। এ বছর ইউরো কাপ জয়ের পর তাই রোনালদোকে বিশেষভাবেই সম্মান জানাতে যাচ্ছেন তাঁর জন্মস্থান মাদেইরার প্রশাসকরা। পর্তুগালের ছোট এই দ্বীপের বিমানবন্দরের নাম পাল্টে রাখা হবে রোনালদোর নামে।
ইউরো কাপজয়ী পর্তুগিজ অধিনায়ক রোনালদোকে সম্মান জানানোর জন্য বিমানবন্দরের নাম পাল্টানোর সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন মাদেইরা অঞ্চলের প্রেসিডেন্ট মিগুয়েল আলবুকর্ক। গত বৃহস্পতিবার স্থানীয় সরকারের এক বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে পর্তুগিজ গণমাধ্যমসূত্রে।
এদিকে, মাদেইরাতে নিজের নামে একটি হোটেলও খুলে ফেলেছেন রোনালদো। পর্তুগালের পর্যটন ও হোটেল ব্যবস্থাপক কোম্পানি প্রেসেন্টার সঙ্গে হাত মিলিয়ে এই হোটেল ব্যবসা শুরু করেছেন এ সময়ের অন্যতম সেরা ফুটবলার। মাদেইরার নতুন এই হোটেলের নাম ‘সিআরসেভেন’। হোটেলটির নিচতলায় নিজের একটি জাদুঘরও স্থাপন করেছেন রোনালদো।
ফুটবল থেকে অবসরের পর ৩১ বছর বয়সী রোনালদো হয়তো স্থায়ীভাবেই জড়িয়ে যেতে পারেন হোটেল ব্যবসার সঙ্গে। নিজের নামের এই হোটেলের আরো বেশ কয়েকটি শাখা খোলার ইচ্ছাও আছে রোনালদোর। এ বছরই পর্তুগালের রাজধানী লিসবনে খোলা হতে পারে দ্বিতীয় ‘সিআরসেভেন’ হোটেল। আর ২০১৭ সাল নাগাদ আরো দুটি হোটেল চালু হতে পারে স্পেন ও যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর মাদ্রিদ ও নিউইয়র্কে।