আরেকটি ফাইনাল হেরে স্বপ্নভঙ্গ রোনালদোর

ম্যাচের প্রথমার্ধেই পেনাল্টি থেকে গোল করলেন আল নাসরের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। নাম লেখালেন নতুন এক রেকর্ডে। কিন্তু ম্যাচ শেষে সেই আনন্দ আর থাকলো না সিআরসেভেনের। আল নাসরের হয়ে আরও একটি ফাইনাল হারের ক্ষত জমলো রোনালদোর।
আজ শনিবার (২৩ আগস্ট) সৌদি সুপার কাপের ফাইনালে আল আহলির কাছে টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে হেরেছে রোনালদোর দল আল নাসর। এর আগে নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ২-২ গোলের সমতায়। এই হারে লম্বা হলো আল নাসরের জার্সিতে রোনালদোর ট্রফি খরা।
রেকর্ড পারিশ্রমিকে ২০২৩ সালে সৌদি আরবের ক্লাব আল নাসরে নাম লেখান রোনালদো। ক্লাবটিতে যোগ দেওয়ার পরে এখন পর্যন্ত কোনো ট্রফি জেতা হয়নি এই পর্তুগিজ তারকার। যদিও যোগ দেওয়ার বছরেই আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের শিরোপা জিতেছিল আল নাসর। কিন্তু টুর্নামেন্টটি ফিফা স্বীকৃতি নয় বলে এটাকে মেজর ট্রফি হিসেবে ধরা হয় না।
নিয়ম অনুযায়ী, সৌদি সুপার কাপে চারটি দল অংশ নেয়। সর্বশেষ প্রো লিগ ও কিংস কাপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ সুযোগ পায় এই টুর্নামেন্টে। আল নাসর সৌদি প্রো লিগের চ্যাম্পিয়ন না হয়েও সুযোগ পায়, আল ইত্তিহাদ ২০২৪-২৫ মৌসুমে প্রো লিগ ও কিংস কাপ দুটিতেই চ্যাম্পিয়ন হওয়ায়।
হংকং স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে প্রথমে লিড নেয় আল নাসর। ম্যাচের ৪১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আল নাসরকে এগিয়ে নেন রোনালদো। সেই লিড অবশ্য বেশি সময় ধরে রাখতে পারেনি আল নাসর। প্রথমার্ধের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে আল আহলিকে সমতায় ফেরান ফ্রাঙ্ক কিসি।
ম্যাচের ৮২ মিনিটে মার্সেলো ব্রোজোভিচের গোলে আবারও লিড নেয় রোনালদোরা। সৌদি ক্লাবে রোনালদোর প্রথম শিরোপা তখন নাগালেই মনে হচ্ছিল। তবে ৮৯তম মিনিটে রজার ইবানেজ আল আহলিকে সমতায় নিয়ে এলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে প্রথম তিন শটে দুই দলই বল জালে জড়ায়। কিন্তু চতুর্থ শটে মিস করে বসেন আল নাসরের আবদুল্লাহ আল-খাইবারি। পঞ্চম শটে গোল করেন আহলির গালেনো। এতেই হেরে যায় আল নাসর।