লম্বা বিরতিতে আল আমিনের আক্ষেপ

গত বছরের আগস্টে সর্বশেষ টেস্ট খেলেছিল বাংলাদেশ। আর গত মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সব ধরনের ক্রিকেট থেকে দূরে আছেন মাশরাফি-মুশফিকরা। এতো লম্বা বিরতি ক্রিকেটারদের কাছে মোটেও ভালো লাগছে না। সেই আক্ষেপ ঝরে পড়েছে পেসার আল আমিন হোসেনের কণ্ঠে।
অথচ টেস্ট খেলুড়ে সব দেশই এখন মোটামুটি সিরিজ নিয়ে ব্যস্ত। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে জিম্বাবুয়েও। শুধু বসে আছে বাংলাদেশ দল।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে আল আমিন বলেন, ‘যে দেশকে আমরা বলে কয়ে হারাতে পারি, সে জিম্বাবুয়েও এখন টেস্ট খেলছে। অথচ আমাদের কোনো খেলা নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই আমরা বসে আছি। এতো লম্বা বিরতি আমাদের জন্য মোটেও ভালো নয়।’
আর জিম্বাবুয়ের খেলা দেখে আরো বেশি আক্ষেপ ঝরে পড়েছে এই ডানহাতি পেসারের কণ্ঠে, ‘এই কয়দিন আগে নিউজিল্যান্ডের বিপক্ষে বুলাওয়ে টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৭২ রানেই আট উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। এরপর ১৬৪ রানে অলআউট হয়ে যায় তারা। তা ছাড়া তারা আমাদের চেয়ে অনেক পিছিয়ে। অথচ তারাই এখন সিরিজে ব্যস্ত। আর আমরা খেলতে পারছি না।’
আগামী অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। তবে এই সিরিজ হবে কি না, তা অনিশ্চিত। আর তা না হলে বাংলাদেশ দলের বিরতিটা আরো দীর্ঘ হবে।