সব ইভেন্টেই লড়বেন নাদাল
হাতের ইনজুরির কারণে গত মে মাস থেকেই ভুগছেন রাফায়েল নাদাল। অংশ নিতে পারেননি এ বছরের ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনে। অলিম্পিকে নাদালকে দেখা যাবে কি না, তা নিয়েও ছিল সংশয়। তবে শেষ পর্যন্ত সব সংশয় উড়িয়ে দিয়েছেন স্প্যানিশ এই তারকা। অলিম্পিকের তিনটি ইভেন্টেই অংশ নেবেন বলে জানিয়েছেন নাদাল।
২০০৮ সালে প্রথমবারের মতো অলিম্পিকে অংশ নিয়েই সোনা জিতেছিলেন নাদাল। সেবার তিনি খেলেছিলেন শুধু পুরুষ এককে। এবার দ্বৈত ও মিশ্র দ্বৈত ইভেন্টেও দেখা যাবে এ সময়ের অন্যতম সেরা এই টেনিস খেলোয়াড়কে। পুরুষ দ্বৈতে নাদাল জুটি বাঁধবেন মার্ক লোপেজের সঙ্গে। আর মিশ্র দ্বৈত ইভেন্টে নাদালের সঙ্গী হবেন গার্বিনে মুগুরুজা।
ইনজুরির কারণে ২০১২ সালের লন্ডন অলিম্পিকেও অংশ নিতে পারেননি নাদাল। আরো একবার ক্রীড়াবিশ্বের সবচেয়ে বড় আসর থেকে ছিটকে যেতে চাননি ১৪টি গ্র্যান্ড স্লামজয়ী তারকা। কিছুটা সমস্যা নিয়েও তাই সোনা জয়ের মিশনে নেমে পড়েছেন তিনি। গতকাল বুধবার স্পেনের একটি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে নাদাল বলেছেন, ‘আমার হাতের অবস্থা এখনো খুব ভালো নয়। আর এটা যদি অলিম্পিক না হতো, তাহলে আমি এই ঝুঁকি নিতাম না। গত সোম ও মঙ্গলবার আমি ছয় ঘণ্টা করে অনুশীলন করেছি। আর সেখানে কিছুটা সমস্যা থেকেই গেছে। তবে ইনজুরিটা খারাপের দিকে যায়নি। এটাই এখন ভালো খবর।’
ইনজুরির কারণে এবারের অলিম্পিকে অংশ নিতে পারেননি রজার ফেদেরার ও স্টান ভাভরিঙ্কা। তারপরও সোনা জয়ের জন্য নাদালকে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখেই পড়তে হবে। লড়তে হবে অ্যান্ডি মারে, নোভাক জোকোভিচদের বিপক্ষে। পুরুষ এককের চেয়ে দ্বৈত ইভেন্টেই সোনা জয়ের সম্ভাবনা বেশি বলে মনে করছেন নাদাল, ‘সব ইভেন্টেই নিজের সেরাটা খেলার চেষ্টা করব আমি। তবে আমি যেভাবে অলিম্পিকে অংশ নিচ্ছি, তাতে দ্বৈত ইভেন্টেই আমার সম্ভাবনা বেশি। শেষ পর্যন্ত অবশ্য কী হবে, সেটা বলা মুশকিল।’
এবারের অলিম্পিকে স্পেনের পতাকাও থাকবে নাদালের হাতে।