টি-টোয়েন্টি খেলতে ঢাকায় আফ্রিদি

শহীদ আফ্রিদি। ছবি : এএফপি
বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ শেষ হচ্ছে বুধবার। সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তান দলকে নেতৃত্ব দিতে সোমবার ঢাকায় এসেছেন শহীদ আফ্রিদি। তাঁর সঙ্গে আছেন আহমেদ শেহজাদ, সোহেল তানভীর ও মুখতার আহমেদ।
বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজ হেরে যাওয়ায় আফ্রিদি ভীষণ হতাশ। সামনের ম্যাচগুলোতে, বিশেষ করে ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে খেলার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি বাংলাদেশের প্রশংসাও করেছেন এই অলরাউন্ডার।
বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচটি হবে আগামী শুক্রবার, মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।