বার্সেলোনাকে চার গোলের লজ্জায় ডোবাল লিভারপুল

কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ নয়। ইউরোপিয়ান ফুটবলের নতুন মৌসুম শুরুর আগে প্রীতি ম্যাচে লিভারপুলের মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। কিন্তু সেখানেও যে ইউরোপের অন্যতম সেরা ক্লাবকে চার গোল হজম করতে হবে, সেটা হয়তো অনেকেরই কল্পনায় ছিল না। শেষ পর্যন্ত অকল্পনীয় সেই কাণ্ডটাই ঘটিয়েছে লিভারপুল। বার্সেলোনাকে ডুবিয়েছে চার গোলের বড় ব্যবধানে হারের লজ্জায়।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে প্রায় পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নেমেছিল বার্সেলোনা। আক্রমণভাগে লিওনেল মেসি-লুইস সুয়ারেজের পাশাপাশি রক্ষণভাগে ছিলেন হাভিয়ের মাচেরানো, আলেক্সিস ভিদাল, জেরোম ম্যাথিউস। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিলেন জেরার্ড পিকে, আন্দ্রেস ইনিয়েস্তারাও। এত এত তারকা খেলোয়াড়ের উপস্থিতি সত্ত্বেও লিভারপুলের বিপক্ষে ৪-০ গোলে হেরে মাঠ ছাড়তে হয়েছে কাতালানদের।
ম্যাচের ১৫ মিনিটের মাথায় সেনেগালের ফরোয়ার্ড মাদিও মানের গোলে পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছিল লিভারপুল। দ্বিতীয়ার্ধের শুরুতে ৪৭ মিনিটের মাথায় বার্সা দ্বিতীয় গোলটি হজম করে রক্ষণভাগের ভয়াবহ ভুলে। নিজেদের জালেই বল জড়িয়ে দেন আর্জেন্টাইন ডিফেন্ডার মাচেরানো। এক মিনিট পরে লিভারপুল এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। এবার গোল করেন বেলজিয়ামের ফরোয়ার্ড ডিভোক ওরিগি। শেষ বাঁশি বাজার কয়েক মুহূর্ত আগে লিভারপুলের পক্ষে চতুর্থ গোলটি করেছেন মার্কো গ্রুজিচ।
আগামী ১০ আগস্ট ইতালির ক্লাব সাম্পদোরিয়ার বিপক্ষে বার্সা খেলবে আরেকটি প্রীতি ম্যাচ। এরপরই শুরু হয়ে যাবে তাদের নতুন মৌসুম। ১৪ আগস্ট সেভিয়ার বিপক্ষে খেলতে হবে মৌসুমের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ। লিভারপুলের বিপক্ষে লজ্জাজনক হার নিয়ে মাঠ ছাড়তে হলেও সেই ধাক্কা সামলে নিতে পারবেন বলেই আশাবাদী বার্সেলোনার কোচ লুইস এনরিকে, ‘এটা অবশ্যই আমাদের দিন ছিল না। কিন্তু প্রস্তুতি নেওয়ার জন্য এখনো আমাদের পর্যাপ্ত সময় আছে। আর কোনো সন্দেহ নেই যে আমরা ভালোমতোই লড়াইয়ে ফিরব।’