আরো দুটি স্বর্ণ ফেল্পসের
একের পর এক স্বর্ণপদক জিতেই চলেছেন মাইকেল ফেল্পস। ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে স্বর্ণ জয়ের উল্লাস শেষ হতে-না-হতেই নেমে পড়েছিলেন ৪x২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে। দুটি ইভেন্টেই বিজয়ীর হাসি হেসেছেন সর্বকালের অন্যতম সেরা এই সাঁতারু। এবারের অলিম্পিকে এখন পর্যন্ত তিনটি ইভেন্টে অংশ নিয়ে তিনটিতেই স্বর্ণ জিতেছেন জলদানব। অলিম্পিকে সব মিলিয়ে ফেল্পস জিতলেন ২১টি স্বর্ণ।
২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টটি নিজের খুব প্রিয় হলেও ২০১২ সালের অলিম্পিকে এ ইভেন্টেই স্বর্ণপদক খুইয়েছিলেন ফেল্পস। হেরে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার চেড লা ক্লসের কাছে। এবার সেই হারের প্রতিশোধটা দারুণভাবেই নিয়েছেন ফেল্পস। ফিনিশিং লাইন স্পর্শ করতে সময় নিয়েছেন এক মিনিট ৫৩.৩৬ সেকেন্ড। রৌপ্যপদকজয়ী জাপানের মাসাতো সাকাইও ভালোই পাল্লা দিয়েছেন ফেল্পসের সঙ্গে। তাঁর টাইমিং ছিল এক মিনিট ৫৩.৪০ সেকেন্ড। ব্রোঞ্জপদক জিতেছেন হাঙ্গেরির তমাস কেনদেরেসি। গত অলিম্পিকের স্বর্ণপদকজয়ী লা ক্লস হয়েছেন চতুর্থ।
২০০ মিটার বাটারফ্লাই ইভেন্ট শেষ হওয়ার কিছুক্ষণ পরেই ফেল্পস অংশ নিয়েছিলেন দলগত ইভেন্ট ৪x২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে। ফেল্পসের নেতৃত্বে সেখানেও সহজেই স্বর্ণপদক জিতে নিয়েছে যুক্তরাষ্ট্র। ফিনিশিং লাইন স্পর্শ করেছে ৭ মিনিট ০.৬৬ সেকেন্ডে। দ্বিতীয় স্থানে থাকা যুক্তরাজ্য দল পিছিয়ে ছিল ২.৪৭ সেকেন্ডের ব্যবধানে। এ ইভেন্টের ব্রোঞ্জপদক জিতেছে জাপান।
এবারের রিও অলিম্পিকে ফেল্পস অংশ নেবেন আরো দুটি ইভেন্টে। ১০০ মিটার বাটারফ্লাই ও ২০০ মিটার মিডলেতে। এই দুই ইভেন্টেও স্বর্ণপদক জিততে পারলে নিজেকে আরো উঁচুতে নিয়ে যেতে পারবেন যুক্তরাষ্ট্রের এই সাঁতারু।