দ্বৈতের স্বর্ণ জিতলেন নাদাল
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/08/13/photo-1471062659.jpg)
রিও অলিম্পিকের টেনিস কোর্টে এবার অঘটনই ঘটেছে বেশি। ফেভারিট হিসেবে অংশ নিয়েও একে একে বিদায় নিয়েছেন সেরেনা ও ভেনাস উইলিয়ামস, নোভাক জোকোভিচদের মতো তারকারা। তবে এ সময়ের অন্যতম সেরা খেলোয়াড় রাফায়েল নাদাল এগিয়ে যাচ্ছেন দারুণভাবে। পুরুষ দ্বৈত ইভেন্টে প্রথমবারের মতো স্বর্ণপদক জয়ের স্বাদ পেয়েছেন এই স্প্যানিশ তারকা।
ইনজুরির কারণে অলিম্পিকে অংশগ্রহণ করতে পারবেন কি না, তা নিয়েই ছিল সংশয়। তবে শেষ পর্যন্ত রিও অলিম্পিকে ভালোভাবেই জ্বলে উঠেছেন নাদাল। মার্ক লোপেজের সঙ্গে জুটি বেঁধে জিতে নিয়েছেন দ্বৈত ইভেন্টের স্বর্ণপদক। ফাইনালে তাঁরা রোমানিয়ার ফ্লোরিন মেরগেয়া ও হোরিয়া তেকাউকে হারিয়েছেন ৬-২, ৩-৬, ৬-৪ গেমে। দ্বৈত ইভেন্টে ব্রোঞ্জপদক জিতেছেন যুক্তরাষ্ট্রের জ্যাক সক ও স্টিভেন জনসন।
২০০৮ সালের বেইজিং অলিম্পিকে একক ইভেন্টে স্বর্ণপদক জিতেছিলেন নাদাল। আর এবারই তিনি প্রথমবারের মতো অংশ নিয়েছিলেন দ্বৈত ইভেন্টে।
রিও অলিম্পিকের একক ইভেন্টেও স্বর্ণপদক জয়ের হাতছানি আছে নাদালের সামনে। দারুণ নৈপুণ্য দেখিয়ে চলে এসেছেন সেমিফাইনাল পর্যন্ত। ফাইনালে ওঠার লড়াইয়ে তাঁকে খেলতে হবে আর্জেন্টিনার হুয়ান দেল পোত্রোর বিপক্ষে। এই ম্যাচ জিতে ফাইনালে উঠতে পারলে যুক্তরাজ্যের অ্যান্ডি মারের মুখোমুখি হতে পারেন নাদাল। একক ইভেন্টের অপর সেমিফাইনালে মারে লড়বেন জাপানের কেই নিশিকোরির বিপক্ষে।