ফাইনালে বোল্ট, সেমিতে বাদ গ্যাটলিন
১০০ মিটার ইভেন্টে উসাইন বোল্টের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন যুক্তরাষ্ট্রের জাস্টিন গ্যাটলিন। ২০০ মিটার দৌড়েও তেমনটাই হওয়ার কথা ছিল। কিন্তু রিও অলিম্পিকে বড়সড় অঘটনের শিকার হলেন গ্যাটলিন। বাদ পড়ে গেছেন সেমিফাইনাল থেকেই। অন্যদিকে হেসেখেলেই সেমিফাইনালের বাধা পেরিয়ে গেছেন বোল্ট।
গত বছর অ্যাথলেটিকস বিশ্বচ্যাম্পিয়নশিপের ২০০ মিটার ইভেন্টে গ্যাটলিনই ছিলেন বোল্টের প্রধান প্রতিদ্বন্দ্বী। ১৯.৭৪ সেকেন্ডে দৌড় শেষ করে দ্বিতীয় হয়েছিলেন গ্যাটলিন। কিন্তু অলিম্পিকে গ্যাটলিন সময় নিয়েছেন ২০ সেকেন্ডের বেশি। ২০.১৩ সেকেন্ডে দৌড় শেষ করে সেমিফাইনাল থেকেই ছিটকে পড়েছেন পাঁচটি অলিম্পিক পদকজয়ী এই স্প্রিন্টার।
অন্যদিকে নিজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ না করেও সবার আগে ফিনিশিং লাইন ছুঁয়েছেন বোল্ট। তাঁর টাইমিং ছিল ১৯.৭৮ সেকেন্ড। ২০ সেকেন্ডের কমে দৌড় শেষ করতে পেরেছেন আর মাত্র একজন। কানাডার আন্দ্রে ডি গ্রাসে। তাঁর টাইমিং ছিল ১৯.৮০ সেকেন্ড।
সর্বশেষ দুটি অলিম্পিকেই ২০০ মিটার ইভেন্টের স্বর্ণপদক জিতেছেন বোল্ট। এ ইভেন্টের বিশ্বরেকর্ডও আছে বোল্টের দখলে। ২০০৯ সালের বিশ্বচ্যাম্পিয়নশিপে ১৯.১৯ সেকেন্ডে ২০০ মিটার দৌড় শেষ করেছিলেন বোল্ট। এবারের অলিম্পিকে স্বর্ণ জয়ের পাশাপাশি এই রেকর্ড ভাঙার দিকেও নজর আছে জ্যামাইকান এই অ্যাথলেটের। সেমিফাইনালের বাধা পেরিয়ে যাওয়ার পর বোল্ট বলেছেন, ‘আমি অবশ্যই বিশ্বরেকর্ড গড়ার চেষ্টা করতে পারি।’
আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় ২০০ মিটার ইভেন্টে দৌড়াতে দেখা যাবে বোল্টকে।