রেকর্ডের স্বপ্নে বিভোর বোল্ট
১০০ মিটার স্প্রিন্টের শিরোপা ধরে রাখলেও বিশ্বরেকর্ড গড়তে পারেননি উসাইন বোল্ট। তবে তাতে দমে যাননি বিশ্বের দ্রুততম মানব। রিও অলিম্পিকে রেকর্ড গড়েই ২০০ মিটারের স্বর্ণ জয়ের লক্ষ্য জ্যামাইকার গতিদানবের।
আজ সকালে ২০০ মিটারের সেমিফাইনাল সহজেই জিতেছেন বোল্ট। যদিও নিজের গড়া বিশ্বরেকর্ডের (১৯.১৯ সেকেন্ড) কাছাকাছিও যেতে পারেননি। সেমিফাইনালে তাঁর টাইমিং ছিল ১৯.৭৮ সেকেন্ড। শেষ ৪০ মিটার অবশ্য নিজের সর্বোচ্চ গতিতে দৌড়াননি। সে জন্যই প্রশ্ন উঠেছে, বিশ্বরেকর্ড কি আগামীকাল সকালে অনুষ্ঠিতব্য ফাইনালের জন্য রেখে দিয়েছেন ‘লাইটনিং বোল্ট’?
রেকর্ডের জন্য অলিম্পিকের চেয়ে বড় মঞ্চ আর কী হতে পারে! বোল্ট নিজেও সম্ভাবনাটা উড়িয়ে দিচ্ছেন না। ইতিহাসের শ্রেষ্ঠ স্প্রিন্টারের অভিমত, ‘আমি অবশ্যই মনে করি, আমার বিশ্বরেকর্ডের জন্য চেষ্টা করা উচিত। আমি জোরের সঙ্গেই এটা ভাবছি। তবে সবকিছুই নির্ভর করছে সঠিক আর নিখুঁত দৌড়ের ওপরে। আমি অবশ্য অতি আত্মবিশ্বাসী হতে চাই না। আমি শুধু ট্র্যাকে নামব আর চেষ্টা করব।’
বোল্ট ‘ট্রিপল ট্রিপল’ বা টানা তিন অলিম্পিকে তিনটি স্বর্ণ জয়ের লক্ষ্যে দৃঢ় পদক্ষেপে এগিয়ে চললেও তাঁর অন্যতম প্রতিদ্বন্দ্বী অঘটনের শিকার হয়েছেন আজ। ২০০ মিটারের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছেন মার্কিন তারকা জাস্টিন গ্যাটলিন। গোড়ালির চোটের কথা আগেই জানিয়ে রেখেছিলেন বিশ্বের সাবেক দ্রুততম মানব। বোল্ট তাই গ্যাটলিনের ব্যর্থতায় তেমন বিস্মিত নন, ‘আমি খুব বেশি অবাক হইনি। ১০০ মিটারের সময়ই বলেছিলাম যে তাকে গোড়ালির ব্যথা সমস্যায় ফেলতে পারে। আসলে তার বয়স হয়ে যাচ্ছে।’