২০০ মিটারেও তিনে তিন বোল্টের
রিও অলিম্পিকে নিজের প্রিয় ২০০ মিটার ইভেন্টে নতুন রেকর্ড গড়ার স্বপ্নই দেখছিলেন উসাইন বোল্ট। রেকর্ড গড়ার সর্বোচ্চ চেষ্টা যে করবেন, সেটা জানিয়েই ট্র্যাকে নেমেছিলেন বিশ্বের দ্রুততম মানব। যদিও শেষ পর্যন্ত সেটি আর হয়ে ওঠেনি। তবে সবার আগে দৌড় শেষ করে স্বর্ণপদকটা ঠিকই নিজের গলাতে ঝুলিয়েছেন বোল্ট। ১০০ মিটার পর ২০০ মিটার ইভেন্টেও টানা তিনটি অলিম্পিকের স্বর্ণ জয়ের অনন্য কৃতিত্ব অর্জন করেছেন জ্যামাইকান এই অ্যাথলেট। এবার ৪x১০০ মিটার রিলের দলগত ইভেন্টেও স্বর্ণ জিততে পারলে ‘ট্রিপল ট্রিপলের’ কাঙ্ক্ষিত লক্ষ্যেও পৌঁছে যাবেন বোল্ট।
২০০ মিটার ইভেন্টের সেমিফাইনাল থেকেই বাদ পড়ে গিয়েছিলেন বোল্টের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী জাস্টিন গ্যাটলিন ও ইয়োহান ব্লেক। ফলে এবারের স্বর্ণপদকটি যে তিনিই জিতবেন, তা নিয়ে খুব বেশি সংশয় ছিল না। হয়েছেও ঠিক তেমনটাই। ১৯.৭৮ সেকেন্ডে দৌড় শেষ করেছেন বোল্ট। আর কেউই ফিনিশিং লাইন স্পর্শ করতে পারেননি ২০ সেকেন্ডের কম সময়ে। সেমিফাইনালে বোল্টের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়ানো কানাডিয়ান স্প্রিন্টার আন্দ্রে ডি গ্রাসে দ্বিতীয় হয়েছেন ২০.০২ সেকেন্ডে দৌড় শেষ করে। ২০.১২ সেকেন্ডে দৌড় শেষ করে ব্রোঞ্জ জিতেছেন ফ্রান্সের ক্রিস্টোফ লেমিত্রে।
২০০৭ সালে অ্যাথলেটিকস বিশ্বচ্যাম্পিয়নশিপের ২০০ মিটার ইভেন্টে দ্বিতীয় হয়েছিলেন বোল্ট। তার পর থেকে আর কেউই তাঁকে হারাতে পারেননি। ২০০৮ সালের বেইজিং অলিম্পিক থেকে শুরু করে এখন পর্যন্ত চারটি বিশ্বচ্যাম্পিয়নশিপ ও তিনটি অলিম্পিক স্বর্ণ জিতেছেন বোল্ট। এ ইভেন্টের অলিম্পিক ও বিশ্বরেকর্ডও আছে বোল্টের দখলে। বেইজিং অলিম্পিকে তিনি ২০০ মিটার দৌড় শেষ করেছিলেন ১৯.৩০ সেকেন্ডে। এটাই এখনো টিকে আছে অলিম্পিক রেকর্ড হিসেবে। আর ২০০৯ সালের অ্যাথলেটিকস বিশ্বচ্যাম্পিয়নশিপে বিশ্বরেকর্ড গড়েছিলেন ১৯.১৯ সেকেন্ডে দৌড় শেষ করে।।