ট্রেবলের পথে গার্দিওলার প্রথম পদক্ষেপ

‘রইল বাকি দুই!’ পেপ গার্দিওলার মনে এখন হয়তো এই অনুভূতি খেলা করছে। এ মৌসুমের জার্মান বুন্দেসলিগা জিতে নেওয়া গার্দিওলার বায়ার্ন মিউনিখের সামনে এখন ‘ট্রেবল’ অর্থাৎ তিনটি শিরোপা জয়ের হাতছানি। জার্মান কাপ আর চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠায় সেই সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল।
শনিবার হার্থা বার্লিনকে ১-০ গোলে হারিয়ে লিগ শিরোপা প্রায় নিশ্চিত করে ফেলেছিল বায়ার্ন। রোববার বরুসিয়া মনশেনগ্ল্যাডবাখের কাছে ভলফসবুর্গ একই ব্যবধানে হেরে যাওয়ায় ‘প্রায়’ শব্দটা মুছে গিয়ে টানা তৃতীয় ও রেকর্ড ২৫তম বুন্দেসলিগা জয়ের আনন্দে মেতে উঠেছে জার্মানির সফলতম ক্লাব। ৩০টি করে ম্যাচ খেলে বায়ার্নের ৭৬ আর ভলফসবুর্গের ৬১ পয়েন্ট। দু দলেরই আর চারটি করে ম্যাচ বাকি থাকায় গার্দিওলার দল সবার ধরা-ছোঁয়ার বাইরে।
মঙ্গলবার জার্মান কাপের সেমিফাইনালে বায়ার্নের প্রতিপক্ষ বরুসিয়া ডর্টমুন্ড। এরপর ৬ ও ১২ মে চ্যাম্পিয়নস লিগের দুই লেগের সেমিফাইনালে তারা খেলবে বার্সেলোনার বিপক্ষে। বুন্দেসলিগা জিতলেও সমর্থকরা যে পুরোপুরি সন্তুষ্ট নন তা ভালোমতোই বুঝতে পারছেন গার্দিওলা। সেই ধারণা থেকে বায়ার্ন কোচের উপলব্ধি, ‘আমি কোন ক্লাবে আছি তা ভালোমতোই জানি। এই দলের জন্য বুন্দেসলিগা আর জার্মান কাপ জয় যথেষ্ট নয়। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা আর বায়ার্নের মতো ক্লাবের জন্য শুধু ট্রেবলই যথেষ্ট।’