বাবার জানাজায় কাঁদলেন আশরাফুল
গতকাল সোমবার দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের বাবা আবদুল মতিনের। বাবাকে হারিয়ে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক খুবই শোকাচ্ছন্ন।
আজ মঙ্গলবার জোহরের নামাজের পর ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা মাদ্রাসা মাঠে জানাজায় বাবার জন্য দোয়া চাইতে গিয়ে কেঁদে ফেললেন আশরাফুল। পরে বাবার রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চান তিনি। জানাজায় বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
বাঞ্ছারামপুর উপজেলা মাদ্রাসা মাঠে জানাজা শেষে মানিকপুর কবরস্থানে আবদুল মতিনের দাফন সম্পন্ন হয়েছে।
এনটিভি অনলাইনকে আশরাফুল বলেন, ‘ফুসফুস ও হৃদযন্ত্রের বিভিন্ন সমস্যায় আক্রান্ত ছিলেন আমার বাবা। কয়েক দিন ধরে তাঁকে অ্যাপোলো হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। গতকাল দিবাগত রাতে ১টার দিকে তাঁর মৃত্যু হয়।’

ক্রীড়া প্রতিবেদক